আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারাভিযান শুরু করতে সিলেটে পৌঁছেছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২১ জানুয়ারি) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারাভিযান শুরু করতে সিলেটে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টায় বাংলাদেশ বিমানের বিজি ২২৭ ফ্লাইটে সিলেট পৌঁছান তিনি।

বিমানবন্দর থেকেই হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশে রওনা দেন বিএনপি চেয়ারম্যান।

বিমানবন্দরে তারেক রহমানকে বরণ করেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ্ সিদ্দিকী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-৪ আসনের প্রার্থী আরিফুল হক চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট–১ আসনের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ নেতা-কর্মীরা।

এদিকে মাজার জিয়ারত শেষে সময় ও পরিস্থিতি অনুযায়ী রাতেই দক্ষিণ সুরমা উপজেলার সিলাম এলাকায় শ্বশুরবাড়িতে যাওয়ার কথাও রয়েছে তারেক রহমানের।

আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সিলেট নগরীর চৌহাট্টা এলাকার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপির নির্বাচনি প্রচারণা শুরু করবেন তারেক রহমান। এ সময় তিনি সিলেট বিভাগের বিএনপির প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।

সিলেটের জনসভা শেষ করে তারেক রহমান সড়কপথে ঢাকায় ফিরবেন। ফেরার সময় তিনি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় আয়োজিত পৃথক দুটি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। পথে কিশোরগঞ্জের ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও নারায়ণগঞ্জে সভা করার কথা রয়েছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ