ওসমান হাদির মৃত্যুতে ‘লং মার্চ টু বর্ডার’
নিজস্ব প্রতিবেদক (যশোর), এবিসিনিউজবিডি, (১৯ ডিসেম্বর) : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা । এ সময় তারা হাদির খুনিকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার ও নাগরিকদের নিরাপত্তা জোরদার করার দাবি জানান।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বেনাপোল পৌর শহরের বাজার হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ‘লং মার্চ টু বর্ডার’ বেনাপোল চেকপোস্ট জিরো পয়েন্টে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীরা এ সময় ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?’ ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’ ইত্যাদি স্লোগান দেন এবং ওসমান হাদির স্বপ্ন পূরণে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন জুলাই যোদ্ধারা।
বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন ছাত্র জনতা আন্দোলনের আহ্বায়ক সাবেক শিক্ষক আ. মান্নান।
সমাবেশে বক্তব্য রাখেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুশফিকুর রহমান সাকিব, বেনাপোল পৌর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসাদুল্লাহ আল গালিব, সদস্য সচিব সাজেদুর রহমান শিপু, যশোর জেলা ছাত্রশিবিরের সদস্য রেজওয়ান রহমান আকাশ, শার্শা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান ও দাওয়াহ সম্পাদক জাহিদ হাসানসহ অন্যান্য নেতারা।
বক্তব্যে নেতারা বলেন, আওয়ামী লীগ ও আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে হাদি ভাই যে লড়াই করে গেছেন, সে লড়াই চলমান থাকবে। আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এ আন্দোলন চলবে।
মনোয়ারুল হক/
