হাদির মৃত্যুতে উত্তাল শাহবাগ, আন্দোলনকারীদের উপস্থিতি বাড়ছে

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৯ ডিসেম্বর) : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে রাজধানীর শাহবাগে জড়ো হয়েছেন ছাত্র-জনতা। কেউ মিছিল নিয়ে, কেউবা স্ব-উদ্যোগে শাহবাগে এসেছেন।

বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া এই কর্মসূচি শুক্রবার (১৯ ডিসেম্বর) দিনভরও অব্যাহত রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আন্দোলনস্থলে সব শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ক্রমেই বাড়ছে।

সরেজমিনে দেখা যায়, শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। শিক্ষার্থী, পেশাজীবীসহ বিভিন্ন বয়স ও শ্রেণির মানুষ এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। আন্দোলনকারীরা দুই ভাগে বিভক্ত হয়ে একযোগে স্লোগান দিচ্ছেন, ফলে শাহবাগ এলাকা স্লোগানে মুখরিত হয়ে উঠেছে।

এ সময় আন্দোলনকারীদের ‘এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার’, ‘এক, দুই, তিন, চার- ইন্টারিম গদি ছাড়’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘গোলামি না আজাদী’, ‘দিল্লি না ঢাকা-ঢাকা ঢাকা’, ‘ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’সহ নানা স্লোগান দিতে দেখা গেছে।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় শরীফ ওসমান হাদিকে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা গুলি করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর দুপুরে হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে সিঙ্গাপুর নেওয়া হয় হল সেখানে তিনি মৃত্যুবরণ করেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ