বিশ্ব রেকর্ড গড়তে পতাকা নিয়ে ৫৪ প্যারাট্রুপারের ‘ফ্রি ফল জাম্প’

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৬ ডিসেম্বর) : মহান বিজয় দিবস উপলক্ষে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়তে ৫৪ জন প্যারাট্রুপার আকাশ থেকে ‘ফ্রি ফল জাম্প’ করে বিস্ময় সৃষ্টি করেছেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে ঢাকার তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কয়ারে ১২ হাজার ফুট উচ্চতা থেকে লাফিয়ে মাটিতে অবতরণ করেন তারা।

প্যারেড স্কয়ারে অবস্থানকালে দেখা যায়, বিমান থেকে ফ্রি ফল জাম্প করার পর ৫৪ জন প্যারাট্রুপার বাংলাদেশের পতাকা নিয়ে বেশ কয়েক মিনিট আকাশে ঘুরে বেড়ান। পরে এক এক করে সবাই নিরাপদে মাটিতে অবতরণ করেন।

এর আগে, মহান বিজয় দিবস আরও মহিমান্বিত ও আকর্ষণীয় করতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড স্কয়ারে একটি ফ্লাই পাস্ট, প্যারাজাম্প এবং বিশেষ অ্যারোবেটিক প্রদর্শনীর আয়োজন করা হয়। এ আয়োজনে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ উপস্থিত সবাই প্রতিটি প্রদর্শনীকে অত্যন্ত আকর্ষণীয়তার সঙ্গে উপভোগ করেন।

ঢাকার বাইরে বিমানবাহিনী সীমিত আকারে ফ্লাই পাস্ট (খুলনা, বাগেরহাট, কুষ্টিয়া, নাটোর, বগুড়া, চট্টগ্রাম শহর ও ফৌজদারহাট এলাকা, কক্সবাজার এবং মাতারবাড়ী এলাকায়) পরিচালিত করেছে।

বিজয়ের ৫৪তম বছর পূর্তিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিকুর রহমান এবং সশস্ত্র বাহিনীর ৫৩ জনসহ সর্বমোট ৫৪ জন প্যারাট্রুপার বাংলাদেশের জাতীয় পতাকাসহ ফ্রি ফল জাম্পের মাধ্যমে আকাশ থেকে মাটিতে অবতরণ করেন, যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ এবং এখন পর্যন্ত রেকর্ডটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে লিপিবদ্ধ হয়নি। সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে বাংলাদেশের এই উদ্যোগটি সফল হলে প্রথমবারের মতো এত সংখ্যক পতাকাসহ ফ্রি ফল জাম্পের রেকর্ডটি বাংলাদেশের পক্ষে লিপিবদ্ধ হবে, যা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক ও যুগান্তকারী পদক্ষেপ।

অন্যদিকে, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সক্ষমতার পরিচয় এবং ভাবমূর্তি উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। একই সঙ্গে এই আয়োজন দেশে-বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের মধ্যে জাতীয় গৌরব ও আত্মপরিচয়ের অনুভূতি জাগিয়ে তুলবে।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ছাড়াও প্রধান বিচারপতি, উপদেষ্টামণ্ডলীর সদস্য, তিন বাহিনীর প্রধান, বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনৈতিক ও সশস্ত্র বাহিনীর প্রধানরাসহ আমন্ত্রিতরা উপস্থিত ছিলেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ