৬০ বছর বয়সে প্রেম আসবে ভাবিনি: আমির খান

বিনোদন প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১০ ডিসেম্বর) : দীর্ঘ বিরতির পর ‘সিতারে জমিন পর’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরেছেন বলিউড তারকা আমির খান। ব্যক্তিজীবনেও নিয়ে এসেছেন নতুন খবর। নতুন সঙ্গী গৌরী স্প্র্যাটকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিয়েছেন তিনি।

সম্প্রতি হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে অংশ নিয়ে নিজের ক্যারিয়ার, সংগ্রাম এবং ব্যক্তিজীবন নিয়ে অকপটে কথা বলেন অভিনেতা।

‘কেয়ামত সে কেয়ামত তক’ সুপারহিট হওয়ার পর রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন আমির খান। তবে সাফল্যের পর অতিরিক্ত কাজের চাপ, ভুল সিদ্ধান্ত ও অসন্তুষ্টির কারণে একসময় নিজেকে ‘ওয়ান-ফিল্ম ওয়ান্ডার’ ভাবার মতো পরিস্থিতিতে পড়েছিলেন তিনি।

আমির বলেন, প্রথম ছবির পর বহু অফার এলেও যেসব পরিচালকের সঙ্গে কাজ করতে চেয়েছিলেন, তাঁদের কাছ থেকে কাজ পাননি। পরে একসঙ্গে বহু ছবিতে সই করলেও দ্রুত বুঝতে পারেন, সিদ্ধান্তটা ভুল ছিল।

তার ভাষায়, ‘একসঙ্গে ২–৩টা ছবি করার মতো মানুষ আমি নই। এটাই ছিল আমার প্রথম শিক্ষা।’

পরপর কয়েকটি ছবি ব্যর্থ হওয়ার পর তিনি বুঝতে পারেন—একটি ভালো স্ক্রিপ্ট, উপযুক্ত পরিচালক ও প্রযোজক ছাড়া কাজ করা উচিত নয়।

এক পর্বে আমির জানান, টানা ব্যর্থতার কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ‘একটা ফ্লপ, তারপর আরেকটা… প্রতিদিন সন্ধ্যায় বাড়ি ফিরে কাঁদতাম। মনে হতো এবার সব শেষ,’ বলেন তিনি। সেই অভিজ্ঞতা থেকেই শপথ নেন যে, কাজের জায়গায় আর কখনো সমঝোতা করবেন না।

তারপর ‘দিল’ ছবির মাধ্যমে ধীরে ধীরে বদলাতে শুরু করে পরিস্থিতি। নব্বইয়ের দশকে ‘রাজা হিন্দুস্তানি’, ‘সারফারোশ’সহ একাধিক হিট তাকে বলিউডের শীর্ষ তারকাদের একজন করে তোলে। পরবর্তী সময়ে ‘গজনি’, ‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’, ‘দঙ্গল’—সবই তাকে প্রতিষ্ঠিত করে অভিনয়ের নতুন মাত্রা দেওয়া অভিনেতা হিসেবে।

অনুষ্ঠানে ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে গিয়ে আমির জানান, ৬০ বছর বয়সে তাঁর জীবনে নতুন সঙ্গী হয়েছেন গৌরী স্প্র্যাট। মার্চে জন্মদিনে তিনি গৌরীকে পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

আমির বলেন, ‘ভাবিনি এই বয়সে আবার প্রেম আসবে। গৌরী আমাকে শান্তি আর স্থিরতা দিয়েছে। নিজেকে ভাগ্যবান মনে করি।’

তিনি দুই সাবেক স্ত্রী রীনা দত্ত ও কিরণ রাওয়ের কথাও তুলে ধরেন। ‘বিবাহবন্ধন ভেঙেছে ঠিকই, কিন্তু সম্পর্কটা ভাঙেনি। আমরা সবাই এখনো বড় পরিবারের মতো,’ বলেন তিনি।

আগামী বছর আমিরকে দেখা যাবে ‘হ্যাপি প্যাটেল: খতরনাক জাসুস’ ছবিতে বিশেষ চরিত্রে। সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের ১৬ জানুয়ারি।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ