নিউইয়র্ক সিটির অভিবাসীদের পক্ষে দাঁড়িয়েছেন মেয়র মামদানি

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৯ ডিসেম্বর) : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির অভিবাসীদের পক্ষে দাঁড়িয়েছেন নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। এক ভিডিও বার্তায় তিনি অভিবাসীদেরকে তাদের অধিকার সম্পর্কে অবহিত করেছেন। পাশাপাশি শহরের অভিবাসীদের সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন।

তার এ ভিডিও গত রবিবার প্রকাশ করেন তিনি। এর কয়েকদিন আগেই নিউইয়র্কের ম্যানহাটনে ফেডারেল অ্যাজেন্টরা বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছেন। মামদানি নিজ ভিডিওতে অভিবাসীদের জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) অ্যাজেন্টদের সঙ্গে কথা না বলার অধিকার রয়েছে তাদের।

শহরের ৩০ লাখ অভিবাসীকে সুরক্ষা দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আপনি যদি আপনার অধিকার জানেন, তাহলে আমরা সবাই মিলে আইসিইকে প্রতিরোধ করতে পারি।’

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের মানুষ চাইলে কেন্দ্রীয় অভিবাসন অ্যাজেন্টদের সঙ্গে কথা না বলার অধিকার রাখে, বাধা না দিয়ে তাদের ভিডিও করতে পারে এবং ব্যক্তিগত স্থানে তাদের প্রবেশ করতে চাওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে। মামদানি বলেন, আইসিই এজেন্টরা বিচারকের স্বাক্ষর করা বৈধ আদালতের পরোয়ানা ছাড়া কোনো বাড়ি, স্কুল বা কর্মস্থলের ব্যক্তিগত এলাকায় প্রবেশ করতে পারেন না।’

মামদানি বলেন, ‘আইসিই আপনাকে আইনগতভাবে মিথ্যা বলতে পারে, কিন্তু আপনার নীরব থাকার অধিকার আছে। যদি আপনাকে আটকে রাখা হয়, আপনি বারবার জিজ্ঞেস করতে পারেন, আমি কি এখান থেকে চলে যেতে পারি? যতক্ষণ না তারা স্পষ্টভাবে জবাব দেয়, ততক্ষণ এটি আপনি জিজ্ঞাসা করতে পারেন।’

মামদানির আগামী ১ জানুয়ারি নিউইয়র্কের মেয়র হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে। তার এই বক্তব্য এমন একটি সময় সামনে এল, যখন নিউইয়র্কের চায়নাটাউনের কাছে ক্যানাল স্ট্রিটে আইসিই লোকজনকে আটক করতে গেলে বিক্ষোভ শুরু হয়। গত বছরের অক্টোবরে ওই একই এলাকায় একই ধরনের অভিযান পরিচালনা করতে গিয়েও প্রতিবাদের মুখে পড়তে হয়েছিল আইসিইকে।

গত রবিবারের ভিডিওতে মামদানি বলেন, ‘নিউইয়র্ক সবসময় অভিবাসীদের স্বাগত জানাবে। আর আমি প্রতিদিন আমাদের অভিবাসী ভাই-বোনদের রক্ষা, সহায়তা ও মর্যাদা দেওয়ার জন্য লড়ে যাব।’

কয়েক সপ্তাহ আগেই হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আন্তরিক বৈঠক হয়েছে মামদানির। সে বৈঠকের আগে সবাই ধারণা করেছিল যে সম্পূর্ণ বিপরীতমুখী দুই ব্যক্তির মধ্যে হতে চলা বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময় হতে পারে। তবে তা হয়নি। বরং ট্রাম্প মামদানিকে সহায়তার আশ্বাস দিয়েছিলেন। মামদানিও ট্রাম্প সম্পর্কে নিজ অবস্থান বদলাননি। তবে তিনি প্রয়োজনে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করতেও প্রস্তুত বলে জানিয়েছেন।

ট্রাম্প প্রশাসন বর্তমানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অভিবাসনবিরোধী অভিযান চালাচ্ছে। সম্প্রতি অভিযান চালানো হয়েছে নিউ অরলিন্সে। সূত্র: এপি

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ