ঈশ্বরদীতে বেগম রোকেয়া দিবস উদযাপন, ৫ নারীকে সম্মাননা
নিজস্ব প্রতিবেদক (পাবনা), এবিসিনিউজবিডি, (৯ ডিসেম্বর) : পাবনার ঈশ্বরদীতে বিভিন্ন কর্মসূচিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। এ সময় পাঁচ অদম্য নারীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্ট, সনদপত্র এবং পুরস্কার প্রদান করা হয়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তর যৌথভাবে এসব অনুষ্ঠানের আয়োজন করে।
কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও অদম্য নারী সংবর্ধনা।
বেগম রোকেয়া দিবসে এবারের প্রতিপাদ্য ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি।’
অনুষ্ঠানের শুরুতে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে উপজেলা সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাঁচ ক্যাটাগরিতে পুরস্কার পাওয়া পাঁচ অদম্য নারী হলেন- সফল জননী মোছা. মলিনা খাতুন। তিনি ছলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মোছা. সানজিদা সুলতানা। তিনি উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়ার আহসান হাবিব শাহীনের মেয়ে। সমাজ উন্নয়নে অবদান রাখা নারী মোছা. রেবেকা সুলতানা। তিনি ঈশ্বরদী পৌর শহরের পূর্বটেংরী জিগাতলা এলাকার ওয়াহাব আলী মন্ডলের মেয়ে। শিক্ষা ক্ষেত্রে অবদান রাখা নারী সুবর্ণা দাস। তিনি দাশুড়িয়ার তপন দাসের মেয়ে এবং নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী ইলমি খাতুন। তিনি সাহাপুরের মো. মন্টু কারিগরের মেয়ে।
দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ও পাঁচ অদম্য নারীর হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।
স্বাগত বক্তব্য দেন ঈশ্বরদী মহিলাবিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা সুবীর কুমার পাল।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মমিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিনা আক্তার ও অদম্য পাঁচ নারী।
আলোচনা সভা পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম।
এ সময় উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মনোয়ারুল হক/
