লিটারে ৬ টাকা বাড়ল ভোজ্যতেলের দাম, কার্যকর আজ থেকে

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৮ ডিসেম্বর) : ভোজ্যতেলের দাম লিটারে ছয় টাকা বাড়ানোর অনুমতি দিয়েছে সরকার। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এই দাম সমন্বয় করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, আজ সোমবার থেকে যা কার্যকর হবে।

রবিবার (৭ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর দাম বাড়ানোর বিষয়টি জানায় ভোজ্যতেল মিলমালিকদের সংগঠনটি।

সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ লিটার বোতলজাত সয়াবিন তেলের খুচরা পর্যায়ে নতুন দাম ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১৮৯ টাকা। ৫ লিটারের নতুন দাম ৯৫৫ টাকা, যা আগে ছিল ৯২২ টাকা। খোলা সয়াবিন তেলের দাম লিটারে ১৭৬ টাকা, যা আগে ছিল ১৭০ টাকা। পাম তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে লিটারে ১৬৬ টাকা।

মিলমালিকরা গত সেপ্টেম্বর মাস থেকে সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তাব করে আসছেন। কিন্তু সরকার তাতে সায় দেয়নি। সরকারের সঙ্গে আলোচনা ছাড়াই গতকাল থেকে মিলমালিকরা বোতলজাত সয়াবিন তেল লিটারে ৯ টাকা ও খোলা তেলে ৫ টাকা বাড়িয়ে বিক্রি শুরু করেন, যা কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলে সাংবাদিকদের জানান বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন।

তিনি বলেন, ‘ব্যবসায়ীরা যে প্রক্রিয়ায় ভোজ্যতেলের দাম বাড়িয়েছেন, এর আইনগত কোনো ভিত্তি নেই। কোম্পানিগুলো সামগ্রিকভাবে একত্রিত হয়ে এ কাজটি করেছে।’

সরকারের সিদ্ধান্ত ছাড়া বেশি দামে ভোজ্যতেল বিক্রি করার কারণে মিলমালিকদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। একই সঙ্গে বৈঠক করার জন্য গতকাল আমন্ত্রণ জানানো হয়। গতকাল সেই বৈঠকে সরকার তেলের দাম লিটারে ৬ টাকা বাড়ানোর অনুমতি দেয়।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ