ঈদে নৌ পথে ভাড়া বাড়ছে না

shahjahan-khan শাহজাহান খান shajahanসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আসন্ন ঈদুল আযহায় নৌ-পথে যাত্রী ভাড়া বাড়ছে না বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।

বুধবার বিকেলে সচিবালয়ে ঈদুল আযহা উপলক্ষে নৌ-পথে সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিরাপদ নৌ চলাচল এবং যাত্রীদের নিরপত্তার বিষয়ে আন্ত:মন্ত্রণালয় বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
নৌ-মন্ত্রী বলেন, ফেরী ঘাটগুলোতে থাকা ৩৬ টি ফেরী ঈদের তিন দিন আগে ও পরে গরু ও পেয়াজবাহী ট্রাক ছাড়া অন্য মালবাহী ট্রাক পারাপার করবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে।

শাজাহান খান জানান, নৌ-পরিবহনে গতি ফিরিয়ে আনতে মাওয়া-চর জানাজাত এবং পাটুরিয়া-দৌলতদিয়া ফেরী রুটের নাব্য সংরক্ষণে ১৪ ড্রেজার নিয়োজিত রাখা হয়েছে। এছাড়া সবগুলো ফেরী যাতে সচল থাকে সেটিও নিশ্চিত করা হয়েছে।

আন্ত:মন্ত্রণালয়ের ওই সভায় লঞ্চ মালিকরা অতিরিক্ত যাত্রী ভাড়া আদায়, অতিরিক্ত লোড নেওয়া থেকে বিরত থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছে বলে জানান, নৌ-মন্ত্রী।

প্রতি ঈদেই অতিরিক্ত যাত্রী পরিবহন এবং ভাড়া আদায়ে সরকারি নির্দেশনা থাকলে বাস্তবে তা মানা হয় না এমন প্রশ্নে মন্ত্রী জানান, এবারের ঈদে এ বিষয়টি কঠোরভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া মাঝ নদীতে লঞ্চগুলো দাড় করিয়ে অতিরিক্ত যাত্রী তোলাও বন্ধ করা হবে বলে জানান তিনি।

ঈদ ও দুর্গাপুজা সময়ে রাতের বেলা নদীতে বালুবাহী ভলগেট ও ছোট জাহাজ চলাচল বন্ধ এবং মূল চ্যানেলে মাছ ধরার জাল পাতা বন্ধ করার জন্য স্থানীয় জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। এছাড়া চট্টগ্রাম থেকে উপকূলীয় এলাকায় আড়াই হাজার যাত্রী নিয়ে সন্দীপ পর্যন্ত চলাচল করবে বিআইডব্লিউটিসির জাহাজ বার আউলিয়া।

ঈদে ঘরমুখো যাত্রীদের দ্রুত সময়ে গন্তব্যে পৌছানোর জন্য ১০টি যাত্রীবাহী লঞ্চ চাঁদপুর-বরিশাল রুটে চলাচল করবে বলে জানান শাজাহান খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ