মারমা তরুণীকে ধর্ষণে ৩ জনের ফাঁসির আদেশ

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, চট্টগ্রামঃ এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে তিন জনকে মৃত্যুদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

মঙ্গলবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক রেজাউল করিম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন কামাল উদ্দিন রুবেল, মো. ইকবাল হোসেন ও সুমন রবি দাশ।

এ আদালতে রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি এম এ নাসের চৌধুরী এবিসি নিউজ বিডিকে জানান, ২০১১ সালে রাঙ্গুনিয়া উপজেলা থেকে এক মারমা তরুণীকে চাকরির প্রলোভন দেখিয়ে চট্টগ্রামের ষোলশহর দুই নম্বর গেইট এলাকায় নিয়ে আসে আসামিরা। সেখানে তাকে ধর্ষণ করা হয়।

এ ঘটনায় ওই তরুণী বাদি হয়ে একটি মামলা করেন, যাতে মোট পাঁচ জনকে আসামি করা হয়।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

এম এ নাসের বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনজনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

একইসঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেছে আদালত।

তিন আসামিই বর্তমানে কারাগারে রয়েছে। এ মামলায় সাক্ষ্য মোট আটজনের সাক্ষ্য শুনেছে আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ