কেন্দ্রিয় শহিদ মিনারে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচির তৃতীয় দিন

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১ ডিসেম্বর) : নিয়োগবিধি সংশোধন, বেতনবৈষম্য নিরসন ও টেকনিক্যাল পদমর্যাদাসহ ছয়টি দাবিতে কর্মবিরতি দিয়ে ঢাকায় কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন সারা দেশের স্বাস্থ্য সহকারীরা।

সোমবার (১ ডিসেম্বর) তৃতীয় দিনের মতো কর্মসূচি পালন করছেন তারা।

‘বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন’-এর ব্যানারে গত ২৯ নভেম্বর থেকে এই অবস্থান কর্মবিরতি শুরু হয়।

এতে সারাদেশে ১ লাখ ২০ হাজার আউটরিচ ইপিআই টিকাদানকেন্দ্র বন্ধ রয়েছে। প্রতিদিন অনুষ্ঠিত হওয়া ১৫ হাজার টিকাকেন্দ্র থেকে প্রায় দেড় লাখ মা ও শিশু নিয়মিত টিকাদান থেকে বঞ্চিত হচ্ছেন। মৃত্যুঝুঁকিতে পড়তে পারনে তারা।

সোমবার সকালে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে দেখা যায়, স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা ব্যানার, ফেস্টুন নিয়ে কর্মসূচিতে অংশ নিয়েছেন।

স্বাস্থ্য সহকারীদের দাবি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষও বলছেন, দাবিগুলো ‘ন্যায্য ও যৌক্তিক’, তাহলে বাস্তবায়নে বাধা কোথায়?

অবস্থান কর্মসূচি থাকা স্বাস্থ্য সহকারীরা বলছেন, তারা প্রান্তিক এ জনগোষ্ঠিকে স্বাস্থ্যসেবা থেকে বঞ্ছিত করে এ কর্মবিরতিতে যেতে চাননি। স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদের এ অবস্থান কর্মবিরতি দিতে বাধ্য করিয়েছেন। বার বার প্রস্তাবিত দাবি যৌক্তিক বলে প্রতিশ্রুতি আর আশ্বাসে ২৭ বছর পার করছে। এখন যদি দেশের মা ও শিশুর মৃত্যুঝুঁকি বৃদ্ধি পায়, তাহলে এর জন্য দায়ী হবে স্বাস্থ্য অধিদপ্ত ও স্বাস্থ্য মন্ত্রণালয়।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ