গাজার ৪৭ শতাংশ এলাকা থেকে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ, (১২ অক্টোবর) : গাজার প্রায় অর্ধেক অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল। যুদ্ধবিরতির পর ধীরে ধীরে ঘরে ফিরতে শুরু করেছে যুদ্ধবিধ্বস্ত শহরগুলোর লাখ লাখ বাস্তুচ্যুত মানুষ।
শনিবার (১১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনারা এখন পর্যন্ত গাজার প্রায় ৪৭ শতাংশ এলাকা থেকে সরে গেছে।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আসন্ন সোমবারের মধ্যেই সব জিম্মি মুক্তি পাবে। একইসাথে তিনি ঘোষণা দেন, মিসরে আয়োজিত হামাস-ইসরায়েল শান্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি নিজেও উপস্থিত থাকবেন।
এর আগে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনগুলো—হামাস, ইসলামিক জিহাদ এবং পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন (পিএফএলপি)— স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা গাজার ওপর কোনো ধরনের বিদেশি অভিভাবকত্ব বা প্রশাসনিক নিয়ন্ত্রণ মেনে নেবে না।
এদিকে, যুদ্ধবিরতির পর ধ্বংসস্তূপে পরিণত গাজায় মানবিক সংকট মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলো। জাতিসংঘের সহযোগী বিভিন্ন ত্রাণ সংস্থা জানিয়েছে, অনুমতি পেলেই প্রায় ৬ হাজার ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করবে।
জাতিসংঘের এক মুখপাত্র বলেন, “গাজায় এখনো বিশুদ্ধ পানি, খাবার, ওষুধ এবং আশ্রয়ের তীব্র সংকট রয়েছে। যত দ্রুত সম্ভব সহায়তা পৌঁছানো না গেলে মানবিক বিপর্যয় আরও গভীর হবে।”
যুদ্ধবিরতির পর গাজায় শান্তি ফিরতে শুরু করলেও সর্বত্র রয়ে গেছে ধ্বংসের চিহ্ন— ভেঙে পড়া ভবন, পুড়ে যাওয়া বাজার, এবং শোকাহত মানুষের আর্তনাদ। স্থানীয় সূত্রে জানা গেছে, অনেকে এখনও নিখোঁজ, অনেকে ফিরছেন শুধু ভগ্ন স্বপ্ন আর ভস্মস্তূপের মাঝে।