প্লট দুর্নীতি মামলায় জয়-পুতুলের ৫ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৭ নভেম্বর) : ঢাকার পূর্বাচলের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় শেখ হাসিনার পর তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকেও ৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন এই রায় ঘোষণা করেন।

এর আগে প্লট দুর্নীতির পৃথক তিন মামলায় একই আদালত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাত বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দেন।

রায় ঘোষণার সময় আদালত বলেন, শেখ হাসিনা রাজউকের প্লট পেতে মিথ্যা হলফনামা দিয়েছেন। প্লট বরাদ্দে রাজউক, গৃহায়ন কর্তৃপক্ষ ও সাবেক প্রধানমন্ত্রী অন্যায় করেছেন। শেখ হাসিনাকে পৃথক তিনটি মামলায় সাত বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একটির পর একটি সাজা কার্যকর হবে বলে জানান আদালত।

পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে ১০ কাঠা করে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে পৃথক তিনটি মামলা হয় চলতি বছরের জানুয়ারিতে। গত ২৫ মার্চ প্রতিটি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়।

বিচারকাজ শুরু হয় ৩১ জুলাই। তিন মামলার একটিতে শেখ হাসিনাসহ আসামি ১২ জন। আরেকটিতে সজীব ওয়াজেদসহ ১৭ এবং অন্যটিতে সায়মা ওয়াজেদসহ ১৮ জন আসামি।

গত ২৩ নভেম্বর যুক্তিতর্ক শেষে রায়ের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন আদালত।

মনোয়ারুল হক/

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ