সারাদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসি নিউজ, (৯ অক্টোবর) : দেশের আট বিভাগে আজ দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি, কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সারা দেশে দিনে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে একথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদফতরের বলছে, আগামী তিন দিন দেশের অধিকাংশ বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সংস্থাটির ঝড় সতর্কীকরণ কেন্দ্রের বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পূর্ব উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। তবে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
প্রথম তিন দিন (৮, ৯ ও ১০ অক্টোবর)
আবহওয়া অধিদফতর জানিয়েছে, আজ থেকে শনিবার পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এই তিন দিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ।
চতুর্থ দিন (১১ অক্টোবর)
রবিবার বৃষ্টির আওতা কিছুটা কমে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে ।
পঞ্চম দিন (১২ অক্টোবর)
এদিন থেকে বৃষ্টিপাতের প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমতে পারে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯% । দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৮-১২ কি. মি. বেগে বাতাস বয়ে গেছে।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৮ মিনিট। আর সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৫৩ মিনিট ।
গত ২৪ ঘণ্টায় (সন্ধ্যা ৬টা পর্যন্ত) দেশের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে (৪০ মি.মি.)। এছাড়া বরিশালে ৩৫ মি.মি. এবং বান্দরবানে ২৯ মি.মি. বৃষ্টি রেকর্ড করা হয়েছে ।
পর্যবেক্ষণাগারগুলোর মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে (৩৪.০° সে.) এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় (২২.৮° সে.)।