ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৬১৫
স্বাস্থ্য ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৬ নভেম্বর) : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১৫ জন।
বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মৃতদের একজন শিশু, দুইজন পুরুষ। তাদের বয়স যথাক্রমে ১২, ৪৫ ও ৫৩ বছর। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একজন চিকিৎসাধীন ছিলেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৭৭, চট্টগ্রামে ৮৫, ঢাকা বিভাগে ১২৮, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১২৬, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০৩, খুলনায় ৩৭, ময়মনসিংহে ৩৪, রাজশাহীতে ২২ ও সিলেটে ৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ হাজার ২১৭ জন। মৃত্যু হয়েছে ৩৭০ জনের। এরমধ্যে জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭, মে মাসে ৩, জুনে ১৯, জুলাইয়ে ৪১, আগস্টে ৩৯, সেপ্টেম্বরে ৭৬, অক্টোরে ৮০ ও নভেম্বরের এখন পর্যন্ত ৯২ জনের মৃত্যু হয়েছে।
এর আগে, ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন। এর মধ্যে মারা গেছেন ৫৭৫ জন। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
মনোয়ারুল হক/
