এসপি নিয়োগে মেধাবী কেউ বাদ পড়েনি: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, ঢাকা (২৬ নভেম্বর) : স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, লটারির মাধ্যমে এসপি নিয়োগে মেধাবী কেউ বাদ পড়েনি। জেলাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর ভিত্তি করে ‘এ’, ‘বি’ ও ‘সি’— এই তিন ক্যাটাগরিতে লটারি মাধ্যমে এসপি নিয়োগ করা হয়েছে। এসপিদের মতো ওসিদেরও লটারির মাধ্যমে নিয়োগ দেওয়া হবে।

বুধবার (২৬ নভেম্বর) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের এডিপি পর্যালোচনা সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার পুলিশ সুপার চূড়ান্ত করেছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, এসপি নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় ‘এ’, ‘বি’ ও ‘সি’—এই তিনটি ক্যাটাগরি করা হয়েছে।

তিনি বলেন, ৬৪ জেলার এসপিদের মধ্যে আগের ১৮ জন এসপিকে তুলে আনার পর সেখানে নতুন এসপি নিয়োগ দেওয়া হয়েছে। এরপর বাকিদের বিভিন্ন জেলায় লটারির মাধ্যমে নিয়োগ করা হয়েছে। সেক্ষেত্রে মেধাবীরা কেউ বাদ পড়েনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পুলিশ সুপারদের মতো ওসি নিয়োগের ক্ষেত্রেও লটারি পদ্ধতি অনুসরণ করা হবে।

এ সময় বিভিন্ন খাত ও প্রকল্পে দুর্নীতির তথ্য পেলে তা জানাতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান তিনি। বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি রয়েছে। সমাজ থেকে পুরোপুরি দুর্নীতি কমানো সম্ভব হয়নি, তবে সরকার তা কমাতে চেষ্টা করে যাচ্ছে।

সড়কে চাঁদাবাজি বন্ধ করা যায়নি উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, দুর্নীতি ও চাঁদাবাজি কমানোর চেষ্টা চলছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ