না ফেরার দেশে পাড়ি জমালেন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র
বিনোদন প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৪ নভেম্বর) : না ফেরার দেশে পাড়ি জমালেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। বেশ কিছু দিন শ্বাসকষ্টজনিত জটিলতায় ভোগার পর আজ সোমবার (২৪ নভেম্বর) মারা যান তিনি। অসুস্থতার কারণে নভেম্বরের শুরুতে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন ধর্মেন্দ্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।
ক্যারিয়ারে ৩০০ টিরও বেশি ছবিতে অভিনয় করা ধর্মেন্দ্রর বলিউডে অভিষেক হয় ১৯৬০ সালে। এর পর ধীরে ধীরে নিজের কাজ দিয়ে হিন্দি সিনেমার সুপারস্টারে পরিণত হন। বিভিন্ন চরিত্রে মিশে যাওয়ার জন্য তার বিশেষ খ্যাতি ছিল।
১৯৯৭ সালে তিনি ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছিলেন, যা শিল্পে তার বিশাল অবদানের জন্য একটি সম্মান ছিল। ২০১২ সালে, ভারত সরকার তাকে দেশের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণে ভূষিত করে।
তাকে শেষ দেখা গিয়েছিল ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘তেরি বাতোঁ মে অ্যাইসা উলঝা জিয়া’-তে, যেখানে শহীদ কাপুর এবং কৃতি শ্যানন প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন। তিনি শহীদের দাদার ভূমিকায় অভিনয় করেছিলেন।
ধর্মেন্দ্র তার স্ত্রী, অভিনেত্রী হেমা মালিনী, তার প্রথম স্ত্রী প্রকাশ কৌর এবং অভিনেতা সানি দেওল এবং ববি দেওলসহ তার সন্তানদের এবং কন্যা এশা দেওল এবং অহনা দেওলকে রেখে গেছেন। এমন একজন কিংবদন্তি অভিনেতার মৃত্যুতে বলিউডসহ গোটা দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
মনোয়ারুল হক/
