ফাহমিদা নবীর কণ্ঠে নতুন তিন গান
বিনোদন প্রতিবেদক, এবিসি নিউজ, ঢাকা (৬ অক্টোবর) : আধুনিক বাংলা সংগীতের জনপ্রিয় শিল্পী ফাহমিদা নবী। এবার তিনি হাজির হচ্ছেন তিনটি নতুন গানের সঙ্গে। সম্প্রতি এ গানগুলোর রেকর্ডিং সম্পন্ন হয়েছে, যার মধ্যে দুটি এরই মধ্যে ভিডিও চিত্রের মাধ্যমে প্রকাশের জন্য প্রস্তুত। গান দুটির নাম ‘আমি ভালো আছি’ ও ‘আকাশ উপুড়’। তৃতীয় গানটি বর্ষার আবহকে কেন্দ্র করে লেখা হয়েছে, যার ভিডিও শিগগিরই ধারণ করা হবে।
ফাহমিদা নবী জানিয়েছেন, আমি ভালো আছি গানটি তিনি নিজে সুর করেছেন। গানটিতে শুধু কণ্ঠই দেননি, নিজের আবেগকেও ফুটিয়ে তুলেছেন। ইলা মজিদের লেখা এ গানে ফুটে উঠেছে যন্ত্রণার ভেতর সুখের ভান করা এক নারীর অন্তর্গত বেদনা। গানটির একটি লাইন, ‘নীলকণ্ঠ বিষ পান করে, চোখের জলে লুকিয়ে রেখে, আমি সুখের ভান করেছি, আর হেসে গেছি।’
দ্বিতীয় গান আকাশ উপুড় সুর করেছেন সচ্ছল কাজী ও লিখেছেন হাসান মাসুক। গানটিতে জীবনের অনিশ্চয়তা, মানসিক অস্থিরতা ও ভেতরের শূন্যতার প্রতিফলন আছে। এর ভিডিও চিত্রায়ণ হয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে, যা এটিকে আন্তর্জাতিক মাত্রা দিয়েছে।
তৃতীয় গানটি বর্ষার আবহকে কেন্দ্র করে নির্মিত। গানের কথার রচয়িতা সোহেল আলম এবং সুর করেছেন শেখ মোহাম্মদ রাজন। ফাহমিদা নবী জানিয়েছেন, শিগগিরই ভিডিও ধারণ শুরু হবে। গানটি শ্রোতাদের কাছে বর্ষার সঙ্গে মিশে থাকা এক নস্টালজিক ও আবেগপূর্ণ অভিজ্ঞতা হিসেবে পৌঁছাবে।
ফাহমিদা নবী বলেন, ‘নতুন গান প্রকাশ মানে আমার কাছে নতুন এক অভিজ্ঞতা, নতুন এক আনন্দ। সত্যি বলতে কি, আমি যেখানেই থাকি না কেন, গানের ভেতর থাকাটাই আমাকে বাঁচিয়ে রাখে। আশা করি, শিগগিরই শ্রোতারা এ গানগুলো হৃদয় দিয়ে অনুভব করবেন।’
তিনি শুধু কণ্ঠশিল্পী নন; সুরকার, গীতিকার ও সাংস্কৃতিক উদ্যোক্তা হিসেবেও ফাহমিদা নবীর অবদান সংগীতাঙ্গনে গুরুত্বপূর্ণ। তার কণ্ঠশৈলী আবেগপূর্ণ ও কাব্যিক, যা বাংলা সংগীতকে অনন্য করে তুলেছে। নিয়মিত তিনি মঞ্চে গান পরিবেশন ও সংগীত কর্মশালা পরিচালনা করেন, যা নতুন গায়ক-গায়িকাদের জন্য অনুপ্রেরণার উৎস।
ফাহমিদা নবীর আশা, নতুন এ তিন গান তার সংগীত জীবনকে আরো সমৃদ্ধ করবে এবং আধুনিক বাংলা সংগীতে নতুন ধারা সৃষ্টি করবে। এরই মধ্যে শ্রোতারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন গানগুলোর প্রকাশের জন্য।