ভূমিকম্পে সারাদেশে ৭ জনের মৃত্যু, আহত অনেকে
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২১ নভেম্বর) : রাজধানীসহ সারাদেশে অনুভূত শক্তিশালী ভূমিকম্পে শুক্রবার (২১ নভেম্বর) এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঢাকায় ৩ জন, নারায়ণগঞ্জে ২ জন এবং নরসিংদীতে ২ জন মারা গেছেন। বহু মানুষ আহত হয়েছেন এবং বিভিন্ন ভবনে ফাটল দেখা দিয়েছে।
সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত রিখটার স্কেলে ৫.৭ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীতে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা এবং ভারতের কিছু অংশেও ভূমিকম্প অনুভূত হয়।
ঢাকার বংশালে পাঁচতলা ভবনের রেলিং ভেঙে পড়ে তিন পথচারী নিহত হন। এছাড়া বিভিন্ন এলাকায় আতঙ্কে মানুষ বাসা থেকে বের হয়ে আসেন এবং কিছু ভবনে ফাটল দেখা যায়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল ধসে এক নারী ও ফাতেমা নামে ১ বছরের একটি শিশু মারা যায়। তাদের পরিবারের কয়েকজন আহত হন।
নরসিংদীতে ভূমিকম্পের সময় বাড়ির সানশেড ভেঙে পড়ে ওমর নামে ১০ বছরের এক শিশু এবং ৭৫ বছরের এক বৃদ্ধ নিহত হন। ওমরের বাবা ও দুই বোন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
মনোয়ারুল হক/
