ইতিহাস গড়ার পরেই আউট মুশফিক

ক্রীড়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২০ নভেম্বর) : দ্বিতীয় দিনের তৃতীয় বলেই শততম টেস্টে সেঞ্চুরি করে ১৩তম সেঞ্চুরি সম্পন্ন করলেন মুশফিকুর রহিম। তবে ৯৮.১ ওভারেই বামহাতি স্পিনার হামফ্রিজের ঘূর্ণিতে ১০৬ রানে কাটা পড়েন মুশফিক। তার ২১৪ বলের ইনিংসে ছিল ৫টি চার। তাতে ভেঙেছে লিটন-মুশফিকের ১০৮ রানের পঞ্চম উইকেট জুটি।

নিজের শততম টেস্টে সেঞ্চুরি থেকে এক রান দূরে ছিলেন মুশফিকুর রহিম। গতকাল দিন শেষ হওয়ায় অপেক্ষায় ছিলেন। অবশেষে দ্বিতীয় দিনের তৃতীয় বলেই ইতিহাসে নাম লেখান তিনি। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নেমে সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। এই বিরল কীর্তিতে টেস্ট ইতিহাসের এগারো নম্বর ব্যাটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরির দেখা পেয়েছেন মুশফিক। এই সেঞ্চুরিতে আবার বাংলাদেশের হয়ে মুমিনুলের সর্বোচ্চ (১৩) সেঞ্চুরির রেকর্ডে ভাগও বসিয়েছেন। তার পরের বলে ২০তম ফিফটি তুলে নেন লিটন দাসও। দুই ব্যাটারের জুটি শতরানও ছাড়িয়েছে।

প্রথম দিন মিরপুরে টস জিতে ফিফটি প্লাস রানের ওপেনিং জুটির পর প্রথম সেশনে ৩টি উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়েছিল বাংলাদেশ। তার পর অবশ্য তারা ঘুরে দাঁড়ায় দারুণ প্রতিরোধে। দ্বিতীয় সেশনে মুমিনুল হক-মুশফিকুর রহিম মিলে গড়েন প্রতিরোধ।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ