শততম টেস্ট খেলতে নেমে সংবর্ধনা পেলেন মুশফিক

ক্রীড়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৯ নভেম্বর) : প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিমকে ঘিরে ছিলেন তার প্রথম টেস্ট ও শততম টেস্টের সতীর্থরা। ঘটা করা আয়োজনে মুশফিক জানালেন নিজের প্রতিক্রিয়া। বুধবার (১৯ নভেম্বর) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সকাল সোয়া ৯টায় টসের পর শুরু হয় আয়োজন।

শুরুতেই মুশফিকের হাতে ‘১০০’ খোদাই করে লেখা বিশেষ টেস্ট ক্যাপ তুলে দেন হাবিবুল বাশার সুমন। ২০০৫ সালে লর্ডসেও তার মাথায় পরিয়ে দিয়েছিলেন টেস্ট ক্যাপ। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় ঐতিহাসিক অর্জনের মুহূর্তে টেস্ট ক্যাপ ক্যাসকেড তুলে দেন বাংলাদেশের টেস্ট খেলোয়াড় নম্বর-১ আকরাম খান।

এরপর সতীর্থদের অটোগ্রাফ দেওয়া প্রথম টেস্ট ও শততম টেস্ট জার্সি তার হাতে তুলে দেন হাবিবুল বাশার ও নাজমুল হোসেন শান্ত। মুশফিকের হাতে ক্রেস্ট তুলে দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ও নাজমূল আবেদীন। মুশফিকের প্রথম ও শততম টেস্টের সতীর্থদের সিগনেচার করা জার্সি উপহার দিয়েছেন নাজমুল ও হাবিবুল।

শততম টেস্টের আগে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মুশফিক বলেন, ‘আল্লাহকে ধন্যবাদ এমন দারুণ একটা সুযোগের জন্য। যারা উপস্থিত আছেন আপনাদের সবাইকেও ধন্যবাদ জানাতে চাই। আমার পরিবারের সব সদস্য, বাবা-মাকে কৃতজ্ঞতা জানাতে চাই। বিশেষত আমার স্ত্রীকে, যে অনেক নির্ঘুম রাত কাটিয়েছে। আমার সতীর্থ, কোচ, বন্ধু ও সব ভক্তদেরও ধন্যবাদ জানাতে চাই। আমি বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। আমিও বাংলাদেশ ক্রিকেটের জন্য একশ ভাগ দেব, যেমনটা সব সময় চেষ্টা করি। আয়ারল্যান্ড ক্রিকেট দলকেও ধন্যবাদ জানাতে চাই এখানে থাকার জন্য।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ