পাকিস্তানকে হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের

আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ, (৪ অক্টোবর) : পাকিস্তানকে হুঁশিয়ার করে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, ‘সন্ত্রাসবাদকে সমর্থন বন্ধ করুন, নইলে ভৌগোলিক অস্তিত্ব হারাতে হবে।’

শুক্রবার (৩ অক্টোবর) রাজস্থানের অনুপগড়ের একটি সেনা পোস্টে বক্তব্য রাখতে গিয়ে জেনারেল দ্বিবেদী বলেন, ‘পাকিস্তান যদি মানচিত্রে নিজের অবস্থান বজায় রাখতে চায়, তাহলে সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় সমর্থন বন্ধ করতে হবে।’ 

ভারতীয় সেনাপ্রধান বলেন,  ‘ভারতীয় বাহিনী এবার কোনো সংযম দেখাবে না। যদি ইসলামাবাদ সন্ত্রাসবাদে সমর্থন দেওয়া বন্ধ না করে, তাহলে ‘অপারেশন সিঁদুরের’ দ্বিতীয় সংস্করণ খুব দূরে থাকবে না।’

তিনি বলেন, ‘এবার আমরা অপারেশন সিঁদুর ১.০-তে যে সংযম দেখিয়েছিলাম, তা বজায় রাখব না। এবার আমরা এমন কিছু করব, যা পাকিস্তানকে ভাবতে বাধ্য করবে যে তারা মানচিত্রে নিজের অবস্থান রাখতে চায় কি না। যদি পাকিস্তান মানচিত্রে নিজের অবস্থান রাখতে চায়, তবে রাষ্ট্র-সমর্থিত সন্ত্রাস বন্ধ করতে হবে।’

ভারতীয় সেনাপ্রধান দাবি করেন, গত মে মাসে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসীদের ক্যাম্প ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালানো হয়েছে। এসব অবকাঠামোতে হামলার মাধ্যমে প্রমাণ হয়েছে, পাকিস্তান নিজ দেশে সন্ত্রাসবাদকে লালন-পালন করে। ভারত যদি ওই সময় ব্যবস্থা না নিত, তাহলে পাকিস্তান এ সত্যকে আড়াল করত।

সংবাদদাতারা বলছেন, এয়ার চিফ মার্শাল এপি সিংয়ের মন্তব্যের পরেই দ্বিবেদীর এই হুঁশিয়ারি এল। এর আগে চিফ মার্শাল বলেন, গত মে মাসে অপারেশন সিঁদুরের সময় ভারতীয় বাহিনী চার থেকে পাঁচটি পাকিস্তানি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। এর মধ্যে রয়েছে মার্কিন নির্মিত এফ-১৬ এবং চীনা জেফ-১৭।

গত মে মাসে কাশ্মীরের পাহেলগামে সশস্ত্র হামলার পর দুই দেশ প্রায় যুদ্ধ পরিস্থিতিতে চলে গিয়েছিল। দুই প্রতিবেশী উভয় দেশের ভেতরে বিমান হামলা চালায়। উভয় দেশ কয়েকটি করে যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে। উত্তেজনা তীব্র হওয়ার প্রেক্ষাপটে বৈশ্বিক চাপ ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে ১০ মে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। খবর এনডিটিভি।

 

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ