মৃত্যুদণ্ড কোনো প্রেক্ষাপটেই সমর্থনযোগ্য নয়: ওএইচসিএইচআর

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৮নভেম্বর) : মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ে ‘দুঃখ প্রকাশ’ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) বলেছে, তারা ‘কোনো পরিস্থিতিতেই’ মৃত্যুদণ্ডকে সমর্থন করে না।

সোমবার (১৭ নভেম্বর) জেনেভায় রায়ের পর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের (ওএইচসিএইচআর) মুখপাত্র রাভিনা শামদাসানি এ প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ (সোমবার) রায় দিয়েছে, যা গত বছরের জুলাই আন্দোলনে দমন-পীড়নের শিকার ব্যক্তিদের জন্য গুরুত্বপূর্ণ এক মুহূর্ত।’

তিনি বলেন, ‘আমরা এ বিচার প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম না। কিন্তু সব ধরনের জবাবদিহিমূলক কার্যক্রমে, বিশেষ করে এ ধরনের মানবতাবিরোধী অভিযোগের ব্যাপারে আমরা বরাবরই আন্তর্জাতিক মানদণ্ড ও ন্যায়বিচার নিশ্চিতের কথা বলে এসেছি।’

শেখ হাসিনার রায়ের বিষয়ে তিনি বলেন, ‘এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ এখানে আসামির অনুপস্থিতিতে বিচারকাজ চলেছে এবং আদালত মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। আমরা মৃত্যুদণ্ড হওয়ায় ‘দুঃখ প্রকাশ’ করছি, যা যেকোনো প্রেক্ষাপটেই আমরা সমর্থন করি না।’

রায়ের প্রতিক্রিয়ায় মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক আশা করেন, বাংলাদেশ সত্য প্রকাশ ও ন্যায়বিচারের মাধ্যমে জাতীয় পুনর্মিলন ও পুনরুদ্ধারের পথে এগিয়ে যাবে।

তিনি মনে করেন, এর সঙ্গে আন্তর্জাতিক মানদণ্ড মেনে নিরাপত্তা খাতে অর্থবহ সংস্কার অন্তর্ভুক্ত থাকা উচিত, যেন এ ধরনের লঙ্ঘন ও নির্যাতনের পুনরাবৃত্তি না ঘটে।

মানবতাবিরোধী অপরাধের দায়ে গতকাল শেখ হাসিনা ও তার সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আদালত। মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের লঘু সাজা হয় পাঁচ বছরের।

দেড় দশক ধরে দেশ শাসন করা হাসিনা ১৫ মাস আগের অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে এখন আছেন ভারতে। তিনিই বাংলাদেশের প্রথম সাবেক সরকারপ্রধান, যার মাথার ওপর ঝুললো মৃত্যুদণ্ডের খাঁড়া। আর সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকেই শেখ হাসিনার সর্বোচ্চ সাজার রায় এল, যে আদালত তার সরকার গঠন করেছিল একাত্তরের যুদ্ধাপরাধের বিচারের জন্য।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ