খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
চট্টগ্রাম ব্যুরো, এবিসি নিউজ, (২৭ সেপ্টেম্বর) : পাহাড়ি-বাঙালির সংঘাত এড়াতে খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে স্কুলশিক্ষার্থী ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে জুম্ম-জনতার ব্যানারে সড়ক অবরোধ কর্মসূচি চলছে। অবরোধ কর্মসূচির কারণে খাগড়াছড়ির সঙ্গে ঢাকা, চট্টগ্রাম ও রাঙামাটিসহ সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। একইসঙ্গে জেলার ভেতরকার সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে।
অবরোধের সমর্থনে ভোরে শহরের চেঙ্গী স্কয়ার, জিরোমাইল ও স্বনির্ভর এলাকাসহ জেলার বিভিন্ন অভ্যন্তরীণ সড়কে পিকেটিং করে অবরোধকারীরা। তারা সড়কে গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। পরে পুলিশ গিয়ে তা সরিয়ে নেয়। তবে পৌর শহরের ভেতরে সীমিত পরিসরে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করছে। এদিকে দুপুরে উত্তেজনা ছড়িয়েছে জেলা সদরের উপজেলা পরিষদ এলাকায়। পাহাড়ি ও বাঙালিদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে দুর্বৃত্তরা।
অবরোধের কারণে খাগড়াছড়ি সদর থেকে দীঘিনালা, পানছড়ি, রামগড়, মহালছড়ি ও মাটিরাঙ্গাসহ ৯ উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এতে স্থানীয়দের পাশাপাশি খাগড়াছড়ি এবং সাজেক ভ্রমণে আসা অসংখ্য পর্যটক বিপাকে পড়েছেন। সাজেকের পথে গাড়ি না ছাড়ায় অনেক পর্যটক আটকা পড়েছেন। অপরদিকে সাজেকে আটকে পড়া সহস্রাধিক পর্যটকদের পুলিশ ও সেনা নিরাপত্তায় খাগড়াছড়িতে আনা হচ্ছে।
খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনগণের জান ও মালের ক্ষতিসাধনের আশঙ্কা রয়েছে তাই শনিবার দুপুর ২টা হতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ মোতাবেক ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, ‘পাহাড়ি কিশোরী ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে জুম্ম ছাত্র-জনতার ডাকে আজ সড়ক অবরোধ চলছে। পুলিশ কঠোর অবস্থানে রয়েছে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়।’
এর আগে গত মঙ্গলবার রাতে প্রাইভেট শেষে বাসায় ফেরার পথে খাগড়াছড়ি জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে সদর থানায় মামলা করেন ভিকটিমের বাবা, মামলা করার পরেরদিন সকালে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে সিঙ্গিনালা এলাকা থেকে চয়ন শীল নামে এক তরুণকে আটক করেন। পলাতক অপর দুই আসামীকেও ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
পাহাড়ি কিশোরীকে ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে গত বৃহস্পতিবার ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খাগড়াছড়ি জেলায় অর্ধদিবস সড়ক অবরোধ পালন করে পাহাড়িরা।