বাংলাদেশের বিদায়ে এশিয়া কাপ ফাইনালে প্রথমবার ভারত-পাকিস্তান
ক্রীড়া প্রতিবেদক, এবিসি নিউজ, ঢাকা (২৬ সেপ্টেম্বর) : প্রতিপক্ষ পাকিস্তানকে মাত্র ১৩৫ রানে বেধে রাখে টাইগার বোলাররা। তাই বাংলাদেশ শিবিরে আরও উজ্জ্বল হয়েছিল ফাইনাল খেলার স্বপ্ন। কিন্তু সেই আশায় গুঁড়ে-বালি। ১১ রানের হারে ফাইনালে উঠা হলো না বাংলাদেশের। আগামী রবিবার এশিয়া কাপে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। টুর্নামেন্ট ইতিহাসে এই প্রথম ফাইনালে লড়বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুবাইয়ে সমীকরণ ছিল সহজ। যে জিততে সেই হবে ফাইনালের ভারতের প্রতিপক্ষ। এমন ম্যাচে বোলিংয়ে স্বপ্নীল শুরুর পর, ব্যাটিংয়ে ভরাডুবি কাঁদিয়েছে ভক্তদের। ১৩৬ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ দল ৯ উইকেটে করতে পেরেছে ১২৪ রান।
রান তাড়ায় কখনোই জয়ের পথে ছিল না বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলকে টেনে তুলতে পারেননি কেউ। সর্বোচ্চ ৩০ রানের ইনিংস খেলেন শামীম হোসেন পাটোয়ারী। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রানের ইনিংস আসে সাইফ হাসানের ব্যাট থেকে।
পাকিস্তানের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন শাহিন শাহ আফ্রিদি এবং হারিস রউফ। সায়েম আইয়ুব পান ২ উইকেট এবং মোহাম্মদ নওয়াজ ১টি।