টঙ্গীতে অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার ফাইটার নুরুল হুদা মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসি নিউজ, (২৪ সেপ্টেম্বর) : গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল কারখানায় লাগা আগুনে দগ্ধ ফায়ার ফাইটার নুরুল হুদা (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ২টা ৪০ মিনিটে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।

এ নিয়ে টঙ্গীর কেমিক্যাল কারখানার আগুনে দগ্ধ চার ফায়ার ফাইটারের মধ্যে দুজনের মৃত্যু হলো।

গত ২২ সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেটে একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে গেলে একাধিক ফায়ারফাইটার দগ্ধ হন। এদের মধ্যে ফায়ারফাইটার নুরুল হুদা ১০০ শতাংশ বার্ন হয়েছিলেন।

নুরুল হুদা টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে। ২০০৭ সালের ২৯ মার্চ ফায়ার সার্ভিসে যোগদান করেছিলেন তিনি।

তার ছেলের বয়স ৩ বছর ও আর মেয়ে ৫ম শ্রেণিতে পড়াশোনা করে। তার স্ত্রী অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।

এর আগে গত মঙ্গলবার বিকেলে শামীম আহমেদ নামে আরেক ফায়ার ফাইটার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ