পাকিস্তানে গির্জায় বোমা হামলায় নিহত ৬৬

pakistan Bomb পাকিস্তান বোম্বআন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ পাকিস্তানের পেশোয়ার শহরের একটি গির্জায় জোড়া বোমা বিস্ফোরণে অন্তত ৬৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১শ’ ৩০ জন।

রোববার শহরটির কোহাটি গেইট এলাকার অল সেইন্ট’স গির্জায় এ বোমা হামলা হয় বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদপত্র দ্য ডন।

নারী ও শিশুসহ বিস্ফোরণে আহতদের পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জোড়া বোমা হামলায় ৬৬ জন নিহত ও ১শ’ ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন লেডি রিডিং হাসপাতালের মুখ্য কর্মকর্তা ড আরশাদ জাওয়াদ।

এই জোড়া বিস্ফোরণের ধাক্কায় নিকটবর্তী ভবনগুলোর জানালাগুলো উড়ে যায়।

বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াডের অতিরিক্তি আইজি শাফকাত মালিক জানিয়েছেন, দুজন আত্মঘাতী এ বোমা হামলা চালিয়েছে।

এ হামলায় ছয় কিলোগ্রাম বিস্ফোরক ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বিস্ফোরণ ঘটানোর আগে হামলাকরীরা গির্জার নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে গুলি ছুড়েছিল বলে জানিয়েছেন পুলিশ সুপার ইসমাইল তারিক। এতে এক রক্ষী নিহত ও অপরজন আহত হয়েছেন বলে জানান তিনি।

গির্জায় প্রবেশের পর প্রথম বোমা বিস্ফোরণের পর হামলাকারীরা ৩০ সেকেন্ডের ব্যবধানে দুটি বোমার বিস্ফোরণ ঘটায়।

অল সেইন্ট’স গির্জাটি দেখতে অনেকটা মসজিদের মতো, যা শান্তি ও সহাবস্থানের প্রতীক হিসেবে বিবেচিত হতো।

কোহাটি গেইট এলাকাটি পেশোয়ারের অন্যতম স্পর্শকাতর এলাকা। এখানে কমপক্ষে তিনটি গির্জা ও কয়েকটি ইমামবাড়া আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ