মেট্রোরেল দুর্ঘটনায় কালামের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৯ অক্টোবর) : মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে নিহত ব্যক্তির পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট।

সদ্যপ্রকাশিত আদেশে আদালত মেট্রোরেলের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে ৩০ দিনের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন।

বুধবার (২৯ অক্টোবর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসান-এর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে গত রবিবার ফার্মগেটে মেট্রোরেলের ৪৩৩ নম্বর পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে পথচারী আবুল কালাম আজাদ নিহত হন। এ ঘটনায় আরও দুইজন আহত হন। ঘটনার পর বেলা ১২টার দিকে মেট্রোরেল চলাচল বন্ধ করা হয়। এরপরই দুপুরে উত্তরা থেকে আগারগাঁও এবং সন্ধ্যায় মতিঝিল থেকে শাহবাগ রুটে মেট্রোরেল পুনরায় চালু করা হয়। তবে পুরোপুরি পুনরায় চালু হয় সোমবার সকাল ১১টায়।

ঘটনার পর তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ