দুদকের অভিযানে স্বাস্থ্য, শিক্ষা ও ভূমি খাতে অনিয়ম উদঘাটন
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৯ অক্টোবর) : স্বাস্থ্য, শিক্ষা ও ভূমি খাতে অনিয়ম, দুর্নীতি এবং দায়িত্বে গাফিলতির নানা অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট মঙ্গলবার (২৮ অক্টোবর) সারাদেশে চারটি স্থানে পৃথক অভিযান চালিয়েছে।
দুদক জানায়, রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে দুদক কর্মকর্তারা দেখতে পান, স্বাস্থ্যকেন্দ্রে কোনো কর্মকর্তা-কর্মচারী উপস্থিত নেই— শুধু একজন ঝাড়ুদার দায়িত্ব পালন করছিলেন। দপ্তরটি ছিল ধূলামলিন ও অগোছালো অবস্থায়। রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খাবার প্রস্তুত হচ্ছিল এবং প্রায় এক বছর ধরে ওষুধের রেজিস্টার হালনাগাদ করা হয়নি। সদ্য নির্মিত ভবনেও নিম্নমানের নির্মাণকাজের প্রমাণ মেলে।
এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কতিপয় অসাধু কর্মকর্তার যোগসাজশে মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খালের সরকারি খাস জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগে দুদক প্রধান কার্যালয় থেকে আরেকটি অভিযান চালায়। টিম সংশ্লিষ্ট রেকর্ডপত্র যাচাই এবং সিটি করপোরেশনের প্রতিনিধিদের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করে। জমিটি সরকারি খাস জমির উপর কি না, তা যাচাই করে কমিশনে প্রতিবেদন দাখিলের প্রস্তুতি নিচ্ছে টিম।
এ ছাড়া পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাল সনদ ব্যবহার করে চাকরি নেওয়া ও পদোন্নতিতে অনিয়মের অভিযোগে দুদক সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালী অভিযান চালায়।
প্রাথমিক অনুসন্ধানে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের তৎকালীন কর্তৃপক্ষ যথাযথ নিয়োগ বিধিমালা অনুসরণ না করে পদোন্নতি দিয়েছে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদনও নেয়নি।
অন্যদিকে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাসেবায় গাফিলতি ও রোগী মৃত্যুর ঘটনায়ও দুদক সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহী অভিযান চালায়। ১৬ নম্বর মেডিসিন ওয়ার্ডে এক রোগীর মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক ও নার্সদের বক্তব্য গ্রহণ এবং প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।
দুদক এনফোর্সমেন্ট ইউনিট জানিয়েছে, অভিযানে সংগৃহীত তথ্য ও প্রমাণের ভিত্তিতে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।
