যুক্তরাষ্ট্র থেকে বিমান, এলএনজি ও এগ্রিকালচার গুডস আমদানিতে ঘাটতি কমবে : বাণিজ্য উপদেষ্টা
বিশেষ প্রতিনিধি, এবিসি নিউজ, ঢাকা (১৪ সেপ্টেম্বর) : যুক্তরাষ্ট্র থেকে বিমান, এলএনজি ও এগ্রিকালচার গুডস আমদানির মধ্য দিয়ে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন
বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দিন।
রোববার দুপুরে যুক্তরাষ্ট্রের চার প্রতিনিধির সঙ্গে অতিরিক্ত শুল্ক কমিয়ে আনার বিষয়ে
বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
বাণিজ্য উপদেষ্টা জানান, সংশোধিত শুল্কের বিষয়ে চুক্তির দিনক্ষণ ঠিক হয়নি, তবে আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে। আগামী মাসে চুক্তি হতে পারে বলেও জানান তিনি।