নিরপেক্ষ নির্বাচন না হলে দেশে গৃহযুদ্ধ বাঁধবে: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৩ অক্টোবর) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ না হলে দেশে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের।

তিনি বলেন, ‘যদি দেশে একটি অর্ন্তভুক্তিমূলক সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না হয় তাহলে রাজনৈতিক স্থিতিশীল সরকার প্রতিষ্ঠিত হবে না। তখন দেশে দুর্ভিক্ষের সৃষ্টি হবে।’ 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে একটি হোটেলে বাংলাদেশ সফররত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন জাপা চেয়ারম্যান।

বৈঠকে জি এম কাদের ছাড়াও জাতীয় পার্টির প্রতিনিধিদলে ছিলেন দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন ও উপদেষ্টা মেজর (অব.) মো. মাহফুজুর রহমান।

অন্যদিকে, আইআরআই প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন আইআরআই বোর্ড সদস্য ক্রিস্টোফার ফাসনার এবং সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটির ইন্দো-প্যাসিফিক সিকিউরিটি প্রোগ্রামের সিনিয়র ফেলো লিসা কার্টিস। প্রতিনিধিদলে আরও ছিলেন রাজনৈতিক প্রক্রিয়াবিষয়ক কারিগরি বিশেষজ্ঞ জেসিকা কিগান, আবাসিক প্রোগ্রাম ডিরেক্টর স্টিভ সিমা, ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) প্রোগ্রাম ডিরেক্টর জেমি স্পাইকারম্যান, প্রচারণা ও পরামর্শদাতা জন ফ্লুহার্টি, পরামর্শক ডারিন বিয়েলেকি, অমিতাভ ঘোষ ও সাইদা মুশরেফা জাহান।

বৈঠক শেষে জাপার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দ্বিপক্ষীয় এই বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক, গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণসহ সমসাময়িক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। 

এ সময় জাপা চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘সব মহল থেকে বর্তমান সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। সুতরাং এই সরকারের অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হবে না।’

দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘আমাদের সংবিধানে কোনো গণভোটের বিধান নেই। তাই এই মুহূর্তে গণভোট আয়োজন করা হবে অসাংবিধানিক। যদি জাতির প্রয়োজনে গণভোটের প্রয়োজন হয় তবে তা অবশ্যই সংসদ অধিবেশনে পাস করিয়ে নিতে হবে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ