কোনো চাপের কাছে মাথা নত করবে না কমিশন: সিইসি

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২২ অক্টোবর) : প্রধান নির্বান কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন চাপের কাছে মাথা নত করবে না কমিশন। একই সঙ্গে নির্বাচনি দায়িত্ব পালনে মাঠ প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাদের আইন অনুযায়ী সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান সিইসি।

বুধবার (২২ অক্টোবর) সকালে আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিউট ভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত (টিওটি) প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না, অন্যায় কোনো আদেশও আপনাদের দেব না। নির্বাচন কমিশন সর্বদা প্রচলিত আইন ও বিধিমালার আলোকে সিদ্ধান্ত গ্রহণ করবে।’

আইনের শাসনের ওপর গুরুত্ব

সিইসি তার বক্তব্যে আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করে বলেন, আমরা ‘রুল অব ল’ চাই, ‘রুল বাই ল’ নয়। যারা আইনকে সম্মান করে, তারাই প্রকৃত অর্থে সভ্য। আমাদেরকে এ কালচারটি চর্চা করতে হবে। দেশে অনেক সমস্যা-সংকটের মূলে রয়েছে আইনের প্রতি শ্রদ্ধাবোধের অভাব। নির্বাচনি দায়িত্ব পালনের সময় আপনাদের (ইউএনওদের) আইনানুগ, নিরপেক্ষ এবং পেশাদার আচরণ নিশ্চিত করতে হবে।

সমন্বয় ও আগাম প্রস্তুতির আহ্বান

সিইসি নির্বাচনের সময় মাঠপর্যায়ের প্রশাসনিক সমন্বয়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, আপনারা যেহেতু উপজেলা পর্যায়ে দায়িত্বে থাকেন, নির্বাচনকালীন সময়ে বিভিন্ন বাহিনী ও পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় আপনাদের হাতেই থাকবে। যে কোনো সংকট শুরুতেই সমাধান করতে হবে। দেরি করে গেলে অনেক সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মোবাইল ম্যাজিস্ট্রেট বা আইনশৃঙ্খলা বাহিনী যেন পরে গিয়ে না দেখে সব কিছু শেষ, সেটা যেন না হয়, তা নিশ্চিত করতে হবে।

প্রশিক্ষণকে গুরুত্ব দেওয়ার আহ্বান

প্রশিক্ষণ সম্পর্কে তিনি বলেন, প্রশিক্ষণ একটি চলমান প্রক্রিয়া। এটা কেবল এক দিনের ব্যাপার নয়, বরং পুরো ক্যারিয়ারের অংশ। এখানে শিখে অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। আপনারা যেটা শিখবেন, সেটাই আপনার অধীনস্থ কর্মকর্তাদের শেখাবেন।

সিইসি জানান, নির্বাচনি আইন ও নিয়মাবলিতে পরিবর্তন এলে তা নতুন করে যুক্ত করে প্রশিক্ষণ ম্যানুয়াল হালনাগাদ করা হবে এবং প্রয়োজনে অনলাইন প্রশিক্ষণের মাধ্যমে গ্যাপ ফিলআপ করা হবে।

অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার, নির্বাচন ইসি সচিব আখতার আহমেদ, নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মো. হাসানজ্জামান এবং প্রশিক্ষণার্থী উপজেলার অফিসাররা উপস্থিত ছিলেন।

বক্তব্য শেষে সিইসি প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্‌বোধন ঘোষণা করেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ