সিরাজগঞ্জে জামায়াতকর্মীদের হামলায় নিহত ১

SIRAJGONJ passenger সিরাজগঞ্জ যাত্রীরিপোর্টার, এবিসি নিউজ বিডি, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জে হরতালকারীদের হামলায় এক অটোরিকশা আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।

নিহত মাসুদ (২৭) সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার দেওভোগ গ্রামের মকবুল হোসেনের ছেলে। আহত  শাহ আলমকে (৩৮) সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার ওসি রফিকুল ইসলাম খান জানান, যাত্রী নিয়ে একটি অটোরিকশা দুপুরে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের সদর উপজেলার চন্ডিদাসগাতি বেইলী সেতুর কাছে পৌঁছালে জামায়াত-শিবির কর্মীরা তাতে ঢিল ছোড়ে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে যায়।

এসময় হরতালকারীরা যাত্রী ও চালককে মারপিট করে। আহত দুই যাত্রীকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে মাসুদ মারা যায়।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি থানায় নেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ