লালবাগে পুলিশের গাড়ি ভাংচুর

hortal-sm-120130205010807রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ হরতালে রাজধানীর লালবাগে টহল পুলিশের একটি গাড়ি ভাংচুর করেছে ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা।

যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার মুক্তি দাবিতে ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকালে লালবাগে এলাকায় ঝটিকা মিছিল করে শিবির।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মিছিলকারীরা কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় এবং পুলিশের একটি গাড়ি ভাংচুর করে।

লালবাগ থানার ওসি নুরুল মুত্তাকীন এবিসি নিউজ বিডিকে বলেন, সকাল ৮টার দিকে লালবাগ ‘চাঁন তারা’ মসজিদের গলি দিয়ে কয়েকজন জামায়াত-শিবিরকর্মী একটি মিছিল বের করার চেষ্টা করে।

পুলিশ তাদের ধাওয়া দিলে তারা দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় বলে জানান তিনি।

গাড়ি ভাংচুরের বিষয়ে ওসি বলেন, “ভাংচুর হয়নি, গাড়ি লক্ষ্য করে কয়েকটি ইট ছুড়েছিল তারা।”

সকাল সোয়া ৭টার দিকে ডেমরার কাজলা এলাকার এক গলি থেকে হরতালের সমর্থনে একটি মিছিল বের করে শিবির।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) এমরানুল ইসলাম এবিসি নিউজ বিডিকে বলেন, পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

লালবাগ ও কাজলা এলাকা থেকে কাউকে আটক করা হয়নি বলে পুলিশ জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ