রিয়াজ এখন নিপুণের চামচা হয়ে গেছে : নানা শাহ

বিনোদন প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৪ মার্চ ২০২৪) : ঢাকাই সিনেমার চিত্রনায়ক রিয়াজ ও চিত্রনায়িকা নিপুণের সমালোচনায় মেতেছেন একসময়ের জনপ্রিয় অভিনেতা নানা শাহ। সবশেষ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নিপুণের প্যানেল থেকেই লড়েছিলেন তিনি।

তবে এবারের নির্বাচনে প্যানেল পরিবর্তন করে মিশা-ডিপজলের পাশে গিয়ে দাঁড়িয়েছেন এই অভিনেতা। আর প্যানেল পরিবর্তন করতেই নিপুণ-রিয়াজের সমালোচনায় মুখর নানা শাহ।

কয়েকদিন আগেই মিশা-ডিপজল প্যানেলে যোগ দিয়ে নানা অভিযোগ করেন, ‘নিপুণ তাদেরকে দেওয়া কথা রাখেননি।’ এবার এই নায়িকার সঙ্গে রিয়াজকে জড়িয়েও কটাক্ষ করে মন্তব্য শোনা গেল নানা শাহ’র কণ্ঠে।

তিনি বলেন, ‘আমার কোনো চাওয়া-পাওয়া নেই। আমি যুদ্ধের সময় দৌড়িয়েছি, তাদের খাবার দিয়েছি। গুলি কাঁধে নিয়ে দৌড়িয়েছি। এগুলো বলে আমার লাভটা কি? আমি আজ এ কারণে বলছি যে, আমাকে আড়াইশো-তিনশ লোকের ভয় দেখিয়ে লাভ নেই। কারণ আমি যুদ্ধ করা একটা মানুষ।’

নায়ক রিয়াজকে উদ্দেশ্য করে করে নানা শাহ বলেন, ‘রিয়াজকে আমি খুব পছন্দ করি। আমার মনে হয় ও ব্যক্তিত্বহীন একটা ছেলে। নিপুণের পিছে পিছে যখন হাঁটে তখন আমার মনে হয় সে ব্যক্তিত্বহীন। আর হিরো হিসেবে এখন তাকে চিন্তাই করি না। কারণ হিরো হতে হয় দুই জায়গায়- বাস্তবেও তাকে হিরো হতে হয়। স্ক্রিনে যে হিরো বাস্তবেও সে হিরো। না হলে তাকে হিরো মানায় না। সে এখন নিপুণের চামচা হয়ে গেছে- এটা খুব কষ্টদায়ক!’

রিয়াজ ও তিনি একসঙ্গে সিনেমা জগতে প্রবেশ করেছেন জানিয়ে বলেন, ‘আমি রিয়াজ-ফেরদৌস একসঙ্গে ফিল্মে ঢুকেছি। আমার কল্পনায় আসে না রিয়াজ নিপুণের পিছে পিছে হাঁটবে! রিয়াজের পিছনে নিপুণ হাঁটবে এটা আমি চাই। ইনশাল্লাহ এটা হবে। রিয়াজ বুঝতে পারবে।’

সম্প্রতি চাউর হয়েছে শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন হবে না। তবে নানা শাহ বলেন, কেউ নির্বাচন বানচাল করতে পারবে না। তা হতে দেওয়া যাবে না। তিনি বলেন, ‘আমি শুনছি নির্বাচন বন্ধ করে দেবে। এসব ফালতু কথা বলে কোনো লাভ নেই। নির্বাচন হবেই। আমরা সব শিল্পীরা মিলে নির্বাচন করব। কেউ যদি বাধা দেয়, নির্বাচন বানচাল করতে চায় আমরা তাকে বাধা দেব। কিন্তু শিল্পী সমিতির নির্বাচন বন্ধ করতে পারবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ