আওয়ামী লীগ আছে বলেই সম্ভব

sajib wajed joy সজিব ওয়াজেদ জয়রিপোর্টার, এবিসি নিউজ বিডি,  ঢাকাঃ রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামী লীগ থাকার কারণেই কাদের মোল্লার ফাঁসির রায় শোনানো সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন সজীব ওয়াজেদ জয়।

মঙ্গলবার সকালে আপিল বিভাগে যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির হওয়ার পরে বিকাল ৪টার কিছুক্ষণ পর ফেইসবুক স্ট্যাটাসে জয় বলেন, “আজ জাতি যুদ্ধাপরাধী মুক্ত দেশ গড়তে আরেক ধাপ এগিয়ে গেলো। কাদের মোল্লাকে ফাঁসির রায় শোনানো হয়েছে। এটা শুধুমাত্র আওয়ামী লীগ সরকার আছে বলেই সম্ভব হয়েছে।”

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় রায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

এর বিরুদ্ধে দুই পক্ষই আপিল করলে আসামি পক্ষের আপিল আবেদন খারিজ করে দিয়ে প্রসিকিউশনের আবেদন গ্রহণ করে মঙ্গলবার কাদের মোল্লার মৃত্যুদণ্ডাদেশ দেয় আপিল বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ