চট্টগ্রামে শিবিরের তাণ্ডব

jamat fire জামাত আগুননয়ন বড়ুয়া জয়, এবিসি নিউজ বিডি, চট্টগ্রামঃ যুদ্ধাপরাধের চূড়ান্ত রায়ে জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসির আদেশে ক্ষুব্ধ জামায়াতে ইসলামীর কর্মীরা চট্টগ্রাম নগরীতে মিছিল করেছে। ওই মিছিল থেকে হাতবোমা বিস্ফোরণ এবং পুলিশের গাড়িতে আগুন দেয়া হয়।

সুপ্রিম কোর্টে মঙ্গলবার সকালে রায় ঘোষণার এক ঘণ্টার মধ্যে নগরীর তিনপুলের মাথা থেকে বিক্ষোভ মিছিল করতে করতে এনায়েত বাজারে দিকে এগুতে থাকে জামায়াতের মিছিল।

চট্টগ্রামের জুবিলি রোড তিনপুলের মাথাসহ বেশ কিছুস্থানে জামায়াত শিবিরের তান্ডব, ২০টি ককটেল বিস্ফোরণ, পুলিশের গাড়িসহ ৩টি গাড়িতে আগুন, ১০টি গাড়ি ভাংচুর করে। ঐ সময় দফায় দফায় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ারও ঘটনা ঘটেছে। এক পর্যায়ে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এক পর্যায়ে মিছিলকারীরা সটকে পড়ে।

মিছিলকারীদের সংঘর্ষে দুজন পুলিশ সদস্য আহত হয়েছেন। মিছিলকারী তিনজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এই ঘটনার পর ওই এলাকা অনেকটাই ফাঁকা হয়ে যায়, দোকান-পাটও সব বন্ধ হয়ে গেছে।

কাদের মোল্লার আপিল মামলায় ফাসির রায় ঘোষনার সাথে সাথে যুদ্ধাপরাধের রায়কে কেন্দ্র করে এর আগেও জামায়াত-শিবির সহিংস বিক্ষোভ করে।

মঙ্গলবার সকালে রায়ের পর ঢাকায় কোনো গোলযোগাগের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ