ভারতের যে ৯ ভেন্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ

ক্রীড়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৭ এপ্রিল ২০২১) : আগামী অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। শুরুতে ৬ ভেন্যু নিয়ে বিশ্বকাপ আয়োজনের কথা থাকলেও এখন সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯টিতে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত অ্যাপেক্স কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। কুড়ি ওভারের বিশ্বকাপের অন্য ম্যাচগুলো হবে মুম্বাই, দিল্লি, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু, হায়দরাবাদ, ধর্মশালা ও লখনউয়ে।

ভেন্যুগুলোর প্রস্তুতি নিয়ে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘আমরা ৯টি ভেন্যুকে প্রস্তুত থাকতে বলেছি। করোনা মহামারী পরিস্থিতি মাথায় রেখে সবাইকে প্রস্তুতি নিতে বলা হয়েছে।’

ওই সভায় পাকিস্তানের ভিসা সংক্রান্ত জটিলতাও কেটে গেছে। ভারত সরকার পাকিস্তান দলকে ভিসা দেওয়ার নিশ্চয়তা দিয়েছে। অ্যাপেক্স কাউন্সিলের সভা শেষ পিটিআইকে তেমনটাই জানিয়েছেন এক সদস্য, ‘পাকিস্তান ক্রিকেট দলের ভিসা সংক্রান্ত ঝামেলা মিটে গেছে। যদিও (পাকিস্তানে) সমর্থকরা বর্ডার পার হয়ে ম্যাচ দেখার সুযোগ পাবেন কিনা, সেটা এখনও পরিষ্কার নয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ