হলিউডকে না বললেন দীপিকা

depika padukon দেপিকা দীপিকাবিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ শিডিউল সংক্রান্ত সমস্যার কারণে নিজের প্রথম হলিউডি সিনেমা ‘ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’কে হাতছাড়া করেছেন দীপিকা পাড়ুকোন।

ক্যারিয়ারের প্রথম হলিউড এন্ট্রিকে এবার না বললেন দীপিকা। ‘ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’ সিরিজের মতো সিনেমায় অভিনয় করার সুযোগ পেয়েও শিডিউল না থাকার কারণে কাজটি ছাড়তে হল বলিউডের এই ব্যস্ততম অভিনেত্রীকে।

টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, বলিউডের পরিচালকদের সঙ্গে পূর্বেই চুক্তিবদ্ধ থাকার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও ‘ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’-এ কাজ করতে পারবেন না দীপিকা।

ভারতের অন্যতম প্রভাবশালী দৈনিক মিডডের খবর অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর থেকে ২০১৪ সালের জানুয়ারি পর্যন্ত সময় চাওয়া হয়েছিল দীপিকার কাছে। কিন্তু এই সময় তিনি ব্যস্ত থাকবেন ‘হ্যাপি নিউ ইয়ার’ এবং ‘রামলীলা’ সিনেমার শুটিং নিয়ে।

আর তাই কঙ্গনা রানাউত এবং চিত্রাঙ্গদা সিংয়ের মতো অভিনেত্রীদের হারিয়ে অডিশনে টিকে গেলেও শেষমেশ ‘ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’ সিনেমায় থাকবেন না দীপিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ