করোনার পর ক্রিকেটে ফিরছে নিউজিল্যান্ডও

স্পোর্টস ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৩ জুলাই ২০২০) : করোনায় খুব বেশি ক্ষতিগ্রস্থ হয়নি নিউজিল্যান্ড। কিছুদিন লকডাউনে থাকার পর জীবনযাত্রা এখন খুবই স্বাভাবিক দেশটিতে। তবুও ক্রিকেট মাঠে ফিরবে কি না সেটা অনিশ্চিতই ছিল। অবশেষে মাঠে ফিরছে নিউজিল্যান্ডের ক্রিকেট। দেশটির শীর্ষস্থানীয় ক্রিকেটাররা লিঙ্কনে হাই পারফরম্যান্স ইউনিটে শুরু করতে যাচ্ছে ‘স্কোয়াড ট্রেনিং’।

আজ (সোমবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, ‘শীর্ষস্থানীয় ক্রিকেটারদের মোট ৬টি দলে ভাগ করা হয়েছে। এই ৬টি দল আলাদা আলাদাভাবে আগামী সেপ্টেম্বর পর্যন্ত অনুশীলন চালিয়ে যাবে।’

মার্চের দ্বিতীয়ার্ধেই করোনা মহামারির কারণে নিউজিল্যান্ডে ক্রিকেট বন্ধ হয়ে যায়। চারমাসেরও বেশি সময় অনুপস্থিত থাকার পর অবশেষে ক্রীকেটীয় কার্যক্রম শুরু করতে যাচ্ছে দেশটি।

নিউজিল্যান্ড ক্রিকেটের ইস্যু করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘চলতি সপ্তাহেই নিউজিল্যান্ডের শীর্ষস্থানীয় পুরুষ এবং নারী ক্রিকেটাররা লিঙ্কনের হাই পারফরম্যান্স ইউনিটে স্কোয়াড ট্রেনিংয়ে ফিরছে। মোট ৬টি দলে ভাগ করা হয়েছে এই ট্রেনিং ক্যাম্পকে। শীত আসা পর্যন্ত (সেপ্টেম্বর) তারা অনুশীলন চালিয়ে যাবে।’

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘সাউথ আইল্যান্ড এবং ওয়েলিংটন ভিত্তিক ব্ল্যাক ক্যাপ্স এবং হোয়াইট ফার্নস এই সপ্তাহ থেকেই অনুশীলন শুরু করবে কেন্টারবুরি হাবে। এরপর দ্বিতীয় বৃহৎ অনুশীলন অনুষ্ঠিত হবে ১৯ জুলাই থেকে মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ