তথ্য সচিব করোনাভাইরাসে আক্রান্ত

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা ২৪ জুন ২০২০) : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সরকারের তথ্য সচিব কামরুন নাহার।

বুধবার (২৪ জুন) তার একান্ত সচিব মোহাম্মদ এনামুল আহসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘গত রোববার পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন, গতকাল রিপোর্ট পজিটিভ এসেছে। এমনিতে কোনো উপসর্গ ছিল না।

সংক্রমণ ধরা পড়ায় বাড়িতে আইসোলেশনে আছেন তথ্য সচিব কামরুন নাহার। তার স্বামী মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়রুল ইসলাম এখন পর্যন্ত সুস্থ আছেন বলে জানিয়েছেন তার একান্ত সচিব মাহমুদ ইবনে কাসেম।

২০১৯ সালের ৩০ ডিসেম্বর তথ্য সচিব হিসেবে নিয়োগ পান কামরুন নাহার। এর আগে তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, প্রধান তথ্য কর্মকর্তা ছাড়াও গণযোগাযোগ অধিদপ্তর, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ