বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণায় ভালুকার ওসি, প্রত্যাহারে ইসিতে আওয়ামী লীগের অভিযোগ

মনির হোসেন মিন্টু, ভালুকা (ময়মনসিংহ) থেকে ফিরে, এবিসিনিউজবিডি (১৭ মার্চ ২০১৯) : নির্বাচনী এলাকায় নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা থাকলেও তা অমান্য করার অভিযোগ উঠেছে ময়মনসিংহের ভালুকা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ তালুকদারের বিরুদ্ধে। শুধু ইসির নির্দেশনা অমান্যই নয়, খোদ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে মাঠে নেমেছেন তিনি। সতন্ত্র বলে প্রচারণা চালানো এক বিদ্রোহী প্রার্থীকে বিজয়ী করতে মরিয়া হয়ে উঠেছেন। আটক আর হয়রানী করছেন উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের। সরেজমিন এবং ওসির বিরুদ্ধে নির্বাচন কমিশনে ভালুকা উপজেলা আওয়ামী লীগের জমা দেওয়া অভিযোগ থেকে এসব তথ্য জানা গেছে। ভালুকা উপজেলায় আগামী ৩১ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গত ১০ মার্চ প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বরাবরে ভালুকা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ওসিকে প্রত্যাহারের জন্য চিঠি দেয়া হয়। অভিযোগে উল্লেখ করা হয়, ভালুকা থানার ওসি ফিরোজ তালুকদার পুলিশ বাহিনীর শৃঙ্খলা এবং নির্বাচন কমিশনের নির্দেশনা ভঙ্গ করে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পাওয়া একজন বিদ্রোহী সতন্ত্র প্রার্থীর পক্ষে নেমে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছেন। ফিরোজ তালুকদার ইসির নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশণাকে পাত্তাই দিচ্ছেন না। সিইসিকে লেখা এই চিঠিতে ভালুকা মডেল থানা থেকে এই ওসিকে নির্বাচনের আগেই প্রত্যাহারের অনুরোধ জানান স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

অভিযোগের বিষয়ে সরেজমিন অনুসন্ধানে ভালুকা থানার ওসির বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাওয়া গেছে। ফিরোজ তালুকদার ভালুকা উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয় বঞ্চিত বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থীর পক্ষে প্রকাশ্যে কাজ করছেন। স্থানীয়দের থানায় ডেকে এনে ভোট চাইছেন, জনমত সৃষ্টি করছেন, সাদা পোশাকে গণসংযোগেও অংশ নিচ্ছেন। বিএনপির নেতা-কর্মীদের এই বিদ্রোহী প্রার্থীকে ভোট দিতে উদ্বুদ্ধ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আর আওয়ামী লীগের নেতা-কর্মী এবং সম্ভাব্য এজেন্টদের নানা রকম হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে বাঁধা দিচ্ছেন ওসি ফিরোজ তালুকদার। ওসির এমন আচরণে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভালুকার সাধারণ মানুষ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তাকে (ওসি) প্রত্যাহারের দাবী জানিয়েছেন।

আগামী ৩১ মার্চ ভালুকা উপজেলায় ভোট গ্রহনের কথা রয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেয়া হয়েছে। আর মনোনয়ন বঞ্চিত হয়ে সতন্ত্র হিসেবে (বিদ্রোহী) প্রার্থী হয়েছেন আবুল কালাম আজাদ। এক সময় তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তবে সম্প্রতি তাকে স্থানীয় সংসদ সদস্য কৃষক লীগে যোগদান করান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ