সাংবাদিককে বাসের মধ্যেই হত্যাচেষ্টা, চালক গ্রেপ্তার

মনির হোসেন মিন্টু, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (২০ অক্টোবর ২০১৮) : রাজধানীর পল্টন মোড়ে দৈনিক প্রথম আলোর অপরাধ বিষয়ক প্রতিবেদক কমল জোহা খানকে মারধর করে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে ‘হত্যাচেষ্টার’ অভিযোগে নিউভিশন পরিবহনের এক চালককে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ।

২০ অক্টোবর শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পল্টন মোড়ে ওই ঘটনার পর শাহবাগ থানায় একটি মামলা করেছেন সাংবাদিক কমল জোহা খান।

শাহবাগ থানার ওসি আবুল হাসান এবিসিনিউজবিডিকে বলেন, মো. রাসেল (২৬) নামের ওই চালকের লাইসেন্স নেই। গাড়িরও কোনো কাগজপত্র পাওয়া যায়নি। রোববার তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে।

কমল জোহা খান সাংবাদিকদের বলেন, শনিবার অফিসের কাজ শেষ করে স্ত্রীকে নিয়ে প্রেসক্লাবে যাওয়ার জন্য তিনি কারওয়ান বাজার থেকে নিউজ ভিশনের বাসে ওঠেন। বাসটি ‘সিটিং সার্ভিস’ হলেও বাংলামোটরে গিয়ে অতিরিক্ত ১০/১৫ জন যাত্রী তোলেন চালকের সহকারী।

“মৎস্য ভবন পার হওয়ার পর আমি হেলপারকে বলি যাত্রীদের সরিয়ে প্রেসক্লাব আমাদের নামার ব্যবস্থা করে দিতে। কিন্তু হেলপার ভাড়া আদায়ে ব্যস্ত। বাস ততক্ষণে প্রেসক্লাব পেরিয়ে পল্টন মোড়ের পশ্চিম পাশে চলে গেছে। আমি চালককে বাস থামাতে বললে সে রেগে যায়। ইঞ্জিন বন্ধ করে চালকের আসন থেকে নেমে এসে গালিগালাজ শুরু করে।

“আমি প্রতিবাদ করায় সে মুখে, মাথায় ঘুষি এবং ডান পায়ের হাঁটুর নিচে এবং শরীরের বিভিন্ন স্থানে স লাথি মারে। আমি বাসের মেঝেতে পড়ে গেলে সে পকেট থেকে ৫০০ টাকা বের করে নেয় এবং স্ত্রী ও আমাকে হত্যার হুমকি দিয়ে বাস থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেয়।”

পল্টন মোড়ের ইউবিএল ট্রাফিক পুলিশ বক্সে কমল বিষয়টি জানালে সার্জেন্ট জামিল এগিয়ে আসেন। তিনি বাসের সামনে দাঁড়িয়ে চালকের ড্রাইভিং লাইসেন্স ও বাসের কাগজপত্র দেখতে চান।

কমল বলেন, “চালক রাসেল তখন সার্জেন্টকেও হুমকি দেয় এবং গাড়ি স্টার্ট দিয়ে চালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে অন্য পুলিশ সদস্যরা এগিয়ে এসে চালককে বাস থেকে নামিয়ে গাড়ি হেফাজতে নেয়। চালককে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।”

ঘটনাস্থলে থাকা সার্জেন্ট জামিল সাংবাদিকদের বলেন, “নিউ ভিশনের ওই বাসের বা চালকের কোনো কাগজপত্র নেই। বাস ও চালককে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ