বিদেশীদের মধ্যস্থতা আমাদের জন্য সম্মানজনক নয়

obaydulkসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দেশের রাজনৈতিক পরিস্থিতি সমাধানে সকল রাজনৈতিক দলের আন্তরিকতা প্রয়োজন উল্লেখ করে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অভ্যন্তরিণ রাজনৈতিক সমস্যা সমাধানে বিদেশীদের মধ্যস্থতা আমাদের জন্য সম্মানজনক নয়।

মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও উপজেলাধীন মোগড়াপাড়া এলাকায় যানজট পরিস্থিতি পর্যবেক্ষণ ও মহাসড়ক পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি একথা বলেন। সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে যোগাযোগ মন্ত্রী বলেন, ‘আমরা বিএনপিকে প্রধান প্রতিদন্দ্বী ভেবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।’ তিনি বলেন, ‘প্রতিদন্দ্বীতাহীন নির্বাচন অর্থহীন।’

ওবায়দুল কাদের এসময় সোনারগাঁও-মোগড়াপাড়া সংযোগ সড়কের ক্ষতিগ্রস্থ অংশ পরিদর্শন করেন। তিনি সড়কের স্থায়িত্ব রক্ষায় দু-পাশে ড্রেন নির্মাণের জন্য সংশ্লিষ্ট প্রকৌশলীদের নির্দেশ দেন।

সড়ক ও জনপথ অধিদপ্তরের ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শাহাবুদ্দিন, নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ