খেলোয়াড়দের চোটের খবরে হতাশ মাশরাফি

স্পোর্টস ডেস্ক, এবিসিনিউজবিডি,
ঢাকা (৮ সেপ্টেম্বর ২০১৮) : আরব আমিরাতে উড়াল দেওয়ার আগে শোনা যাচ্ছে বাংলাদেশের খেলোয়াড়দের চোটে পড়ার খবর। সাকিবের ফিটনেস নিয়ে নানা কথা, হঠাৎ তামিম-নাজমুলের চোট—এশিয়া কাপের আগে টিম ম্যানেজমেন্টকে ভাবাচ্ছে খেলোয়াড়দের এই চোটাঘাত।

গত তিন এশিয়া কাপের দুটিতেই শিরোপার লড়াই করার অভিজ্ঞতা, সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে ভালো করার আত্মবিশ্বাস, এশিয়া কাপে দুর্দান্ত কিছুর আশায় আরব আমিরাতে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। কিন্তু সফরের আগমুহূর্তে সুখের সংসারে যে ‘অসুখে’র হানা! ড্রেসিংরুমের অন্দর থেকে ভেসে আসছে একের পর এক চোটের সংবাদ।

সাকিব আল হাসানের ফিটনেস নিয়ে বিরাট বিতর্কই তৈরি হয়েছে। বাঁহাতি অলরাউন্ডার ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ফিরে জানান, এশিয়া কাপের আগে অস্ত্রোপচার করিয়ে ফেলতে চান। পরে বিসিবি সভাপতির সঙ্গে কথা বলে সিদ্ধান্ত বদলান সাকিব। তাকে রেখেই এশিয়া কাপের দল দেয় বিসিবি। কিন্তু দুদিন আগে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, তিনি ২০-৩০ শতাংশ ফিট।

বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের মন্তব্য স্বাভাবিকভাবে নিতে পারেনি বিসিবি। বিসিবি মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস গতকাল জানান, সাকিব যদি ২০-৩০ শতাংশ ফিট থাকেন, তার খেলাই উচিত নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ