কথাটা ওভাবে বলেননি সাকিব!

ক্রীড়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (৬ সেপ্টেম্বর ২০১৮) : দুদিন আগে এক সাক্ষাৎকারে নিজের ফিটনেস নিয়ে সংশয় প্রকাশ করেন সাকিব আল হাসান। তবে কাল বিসিবিকে পাঠানো ই-মেইলে করেছেন অন্য দাবি।

মাত্র ২০-৩০ ভাগ ফিটনেস নিয়ে কীভাবে এশিয়া কাপে খেলবেন সাকিব আল হাসান? বিশেষ করে তিনি নিজেই যখন বুঝতে পারছেন না এই ফিটনেস নিয়ে ব্যাটিং-বোলিং করবেন কীভাবে! কাল সন্ধ্যা পর্যন্ত প্রশ্নটা ছিল বিসিবিরও। দুদিন আগে একটি ইংরেজি দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ফিটনেস নিয়ে করা সাকিবের এ মন্তব্যের পর বিসিবিও তাঁকে ধরে নিচ্ছিল ‘আনফিট’। কিন্তু সাকিবের এক ই-মেইলের পর রাতেই ‘ইউটার্ন’।

সূত্র জানিয়েছে, বিসিবিকে পাঠানো ই-মেইলে সাকিব দাবি করেছেন, নিজের ফিটনেস নিয়ে সংশয় প্রকাশ করলেও ব্যাটিং-বোলিং করতে পারবেন না, এমন কথা তিনি বলেননি। এমনকি সাক্ষাৎকারটিকেও বলেছেন ‘হালকা কথোপকথন’। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী নিশ্চিত করেছেন সাকিবের ই-মেইলের বিষয়টি, ‘সাকিব আমাদের জানিয়েছেন, তিনি ওভাবে কথাগুলো বলেননি। তাঁর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। দলের আগেই তিনি দুবাই পৌঁছে যাবেন।’

সাকিবের ফিটনেসের কথা ভেবে অবশ্য এর আগেই এশিয়া কাপের ১৫ সদস্যের দলের সঙ্গে ১৬ তম সদস্য হিসেবে যোগ করা হয় মুমিনুল হককে। অর্থাৎ সাকিব দলের সঙ্গে যাচ্ছেন, থাকবেন মুমিনুলও। বিসিবি সভাপতি নাজমুল হাসানকে উদ্ধৃত করে দুপুরে মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসই জানান সেটি, ‘সে (সাকিব) যদি এশিয়া কাপে যেতে চায়, আমরা বাধা দেব না। কিন্তু ২০-৩০ ভাগ ফিট মানে সে খেলার মতো অবস্থায় নেই, আনফিট। তার খেলা উচিত হবে না। দলের সঙ্গে তাই ১৬ তম সদস্য হিসেবে মুমিনুল হককে পাঠানো হচ্ছে।’

সাকিবের ফিটনেস-সংক্রান্ত আলোচনায় বেশ বিব্রতকর অবস্থায় পড়ে গিয়েছিল বিসিবি। উদ্ভূত পরিস্থিতিতে কী করবে না করবে, তা নিয়ে হয়ে পড়েছিল কিছুটা বিভ্রান্তও। জালাল ইউনুসের কথায়ও বোঝা গেছে তা, ‘আমেরিকা যাওয়ার আগেও সাকিব বলেনি তাঁর হাতে ব্যথা, খেলতে পারবে না। ২০-৩০ ভাগ ফিট হলে আগে তা বোর্ডকে বলা উচিত ছিল। ও ঠিক কাজ করেনি। আমাদের একটা বিব্রতকর অবস্থার মধ্যে ফেলে দিয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ