রাজশাহীতে শিবির-পুলিশ সংঘর্ষ

rajshahi city map রাজশাহী শহর ম্যাপরিপোর্টার, এবিসি নিউজ বিডি, রাজশাহীঃ রাজশাহী নগরীতে ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

রোববার সকাল ১১টার দিকে শালবাগান এলাকায় এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানাতে পারেনি পুলিশ।

নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান জিয়া বলেন, শালবাগান এলাকায় শিবির নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করলে খবর পেয়ে সেখানে পুলিশ যায়।

পুলিশ দেখে তারা দুইটি হাতবোমা ফাটায় এবং ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।

এ সময় পুলিশ পাল্টা টিয়ারসেল ও রাবার বুলেট ছুড়ে তাদের ছাত্রভঙ্গ করে দেয়।

পুলিশ প্রায় ২০০ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল ছোড়ে বলে তিনি জানান।

এ সময় শিবিরকর্মীরা একটি ট্রাক ভাংচুর করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ