বিশ্বাস ছিল ভালো খেললে ওদের হারানো সম্ভব: সাকিব

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (৬ আগষ্ট ২০১৮) : ট্রফি হাতে সাকিব আল হাসান।২০১২ সালের পর এই প্রথম টি-টোয়েন্টি ক্রিকেটে সিরিজ জিতলো বাংলাদেশ। বিদেশের মাটিতে ৯ বছরের আক্ষেপ দূর হয়েছে ওয়ানডে সিরিজ জয়ে। এবার টি-টোয়েন্টি সিরিজ জিতে শেষ হলো দীর্ঘ ৬ বছরের অপেক্ষার। যদিও সিরিজে বাংলাদেশের শুরুটা ছিল হতাশার। দুই টেস্টের সিরিজে বাজে হারের পর ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর গল্পটা সত্যিই রোমাঞ্চকর!

পুরস্কার বিতরণী মঞ্চে ধারাভাষ্যকার ড্যারেন গঙ্গার এক প্রশ্নের জবাবে ফ্লোরিডাতে বদলে যাওয়া বাংলাদেশের সেই রোমাঞ্চকর যাত্রা তুলে ধরেন সাকিব, ‘আলাদা করে আমাকে কিছুই করতে হয়নি। সবাই যার যার দায়িত্ব ঠিক ভাবে পালন করেছে। এজন্য ছেলেদের ধন্যবাদ জানাই। আমরা জানি টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ সেরা দল, বিশ্ব চ্যাম্পিয়ন। তবে বিশ্বাস ছিল ভালো খেললে ওদের হারানো সম্ভব। আমি যতদূর চেষ্টা করেছি এই বিশ্বাসটুকু সবার মাঝে ছড়িয়ে দিতে।’

টি-টোয়েন্টি সিরিজ জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক সাকিব আল হাসান। পুরো সিরিজে ব্যাটে-বলে দারুণ পারফর্ম করেছেন। ৩ ম্যাচে ১০৩ রানের পাশাপাশি উইকেট নিয়েছেন ৩টি। পুরস্কার বিতরণী মঞ্চে সাকিব নিজের পারফরম্যান্সের মূল্যায়ন করে বললেন, ‘পুরো সিরিজেই আমার ব্যাটে রান এসেছে। ব্যাটিং ভালো হওয়াতে আমার বোলিংটাও ভালো হয়েছে। আর আমি অধিনায়কত্বও দারুণ উপভোগ করেছি। দল এবং দলের বাইরে সবাই আমাদের দারুণ সহযোগিতা করেছে।’

ফ্লোরিডাতে টানা দুই ম্যাচ জিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ ১২ রানে জিতে সমতায় ফেরায় আজকের ম্যাচটি রূপ নেয় ফাইনালে। শেষ পর্যন্ত বৃষ্টি আইনে ওয়েস্ট ইন্ডিজকে ১৯ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত হয়েছে ২-১ ব্যবধানে। ব্যাটে-বলে দারুণ পারফর্ম করা সাকিব সিরিজ জয়ের কৃতিত্ব অবশ্য পুরো দলকেই দিলেন, ‘সবাই অবিশ্বাস্য পারফর্ম করেছে। আমাদের বিশ্বাস ছিল, আমরা ঘুরে দাঁড়াতে পারবো। শেষ পর্যন্ত আমরা ভালো খেলে বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়েছি।

বাংলাদেশ দল চাইলে ফ্লোরিডাতে হোম ভেন্যু বানাতেই পারে। যুক্তরাষ্ট্রের এই ভেন্যুতে এবারই প্রথম খেলতে গিয়েছিল। বাংলাদেশকে নিরাশ হতে হয়নি। দুই ম্যাচের দুটিতেই জয় পেয়েছে। আরেকটি কারণে সাকিবরা এই ভেন্যুকে মনে রাখবেন। ফ্লোরিডার লডারহিলে দ্বিতীয় ম্যাচে প্রবাসী বাংলাদেশিদের ভিড় ছিল চোখে পড়ার মতো। দুই ম্যাচে পুরোটা সময় ধরে গ্যালারি জমিয়ে রাখেন সমর্থকরা। এই দর্শকরা মুগ্ধ করেছেন সাকিবকে। ম্যাচ শেষে সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুল করেননি সাকিব, ‘আমাদের কখনোই মনে হয়নি আমরা দেশের বাইরে খেলছি। সমর্থকদের ধন্যবাদ। আমাদের কাছে তারা দ্বাদশ খেলোয়াড়ের মতো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ