সিটি নির্বাচন স্থগিতে মানুষের মনে সংশয় সৃষ্টি হয়েছে: জাপা মহাসচিব

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজ,
ঢাকা : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন স্থগিতের খবরে সাধারণ মানুষের মনে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েই সংশয় সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয়পার্টির (জাপা) মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।
৬ মে ২০১৮ (রবিবার) বিকেলে জাপার চেয়ারম্যানের বনানী অফিসে স্বেচ্ছাসেবকপার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
নির্বাচন নিয়ে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় জাপার নেতাকর্মীদের দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদেও নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানিয়েছেন তিনি।
রুহুল আমিন হাওলাদার বলেন, ‘আগামী নির্বাচনে জাপা একটি সম্ভাবনাময় দল। তাই প্রতিদনই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জাতীয় পার্টিতে যোগ দিচ্ছেন। আগামীতে চমক সৃষ্টি করে আরও অনেক দলের শীর্ষ নেতারা জাতীয়পার্টিতে যোগ দেবেন।
জাতীয় স্বেচ্ছাসেবকপার্টির সভাপতি ও যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকার সভাপতিত্বে সাধারণ সম্পাদক বেলাল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন জাতীয়পার্টিও প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, এসএম ফয়সল চিশতী, মেজর মো. খালেদ আখতার, চেয়ারম্যানের উপদেষ্টামন্ডলির সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ