শিক্ষককে চাকরিচ্যুতির সিদ্ধান্তের প্রতিবাদে ছাত্রধর্মঘট

বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজ বিডি,
ঢাকা : জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রকাশনা জালিয়াতির অভিযোগে এই বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদকে চাকরিচ্যুতির সিদ্ধান্ত প্রত্যাহার করে স্বপদে বহালের দাবিতে ৩০ এপ্রিল (সোমবার) বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ২৯ এপ্রিল জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা এ ঘোষণা দেন।

কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় নাসির উদ্দিন আহমদকে গত ২৬ এপ্রিল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের বৈঠকে চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত হয়। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি গবেষণা নিবন্ধ প্রকাশনা জালিয়াতি করেছেন। তবে ওই শিক্ষক জানিয়েছেন, যে গবেষণা নিবন্ধের কথা বলা হচ্ছে, তা তার নিজের নয়। নিবন্ধটি কোথাও প্রকাশিতও হয়নি।

বিশ্ববিদ্যালয়ের এ সিদ্ধান্তের প্রতিবাদে এই দিন (বৃহস্পতিবার) থেকে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। তারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘স্ট্যান্ড ফর নাসির স্যার’ নামে একটি গ্রুপ খোলেন। ওই গ্রুপের মাধ্যমেই রবিবার মানববন্ধনের আয়োজন করা হয়। এ ছাড়া ‘কোটা সংস্কার চাই’ ও ‘সকল বৈষম্যের অবসান চাই’ নামের আরও দুটি গ্রুপেও তাকে চাকরিচ্যুত করার ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে।

২৯ এপ্রলি ২০১৮

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ